Khela Jokhon: গায়ে কাঁটা দেওয়া ট্রেলার দেখে সিনেমাপ্রেমিরা রয়েছেন ‘খেলা যখন’ মুক্তির অপেক্ষায়

অবশ্য সেই মুক্তি পেল বহু অপেক্ষার পর টলিউড জগতের অন্যতম আসন্ন সিনেমা অরিন্দম শীল দ্বারা পরিচালিত ‘খেলা যখন’ (khela Jokhon) সিনেমার ট্রেলার। ভরপুর রহস্যে মোড়া…

অবশ্য সেই মুক্তি পেল বহু অপেক্ষার পর টলিউড জগতের অন্যতম আসন্ন সিনেমা অরিন্দম শীল দ্বারা পরিচালিত ‘খেলা যখন’ (khela Jokhon) সিনেমার ট্রেলার। ভরপুর রহস্যে মোড়া দু মিনিটের এই ট্রেলারে নির্দ্বিধায় বলা যেতে পারে দর্শকদের উত্তেজনা থাকবে তুঙ্গে। এই সিনেমাটির ট্রেলার সোশ্যাল মিডিয়া পোস্ট করে লিখেছেন,”সব খেলার শেষটা প্রত্যাশিত হয় না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে গেলে তাদের মতো করেই খেলা কে গড়ে তুলতে হবে।

Advertisements

অরিন্দম শীলের পরিচালনায় বড় পর্দায় আসতে চলেছে মিমি চক্রবর্তী অর্জুন চক্রবর্তীর নতুন সিনেমা ‘খেলা যখন'” অর্থাৎ প্রযোজক দলসহ পরিচালক বোঝাতে চেয়েছে যে নায়ক কিংবা নায়িকা কখন ভিলেনে পরিণত হয় আবার ভিলেন কখন তার নিজের রূপ বদলায়, কেনইবা বদলায় সমস্ত কিছুর রহস্যের জট কাটাতে আসছে ২০২২ সালে ২রা ডিসেম্বর ‘খেলা যখন’।

   

থ্রিলার কেন্দ্রিক এই সিনেমা প্রেক্ষাগৃহের দর্শকদের ঠিক কতটা ভয় দেখাতে পারে তাই এখন দেখার বিষয়। তবে সব ধরনের প্রতিক্রিয়াকে একসাথে করে প্রযোজক দলসহ পরিচালক আশাবাদী যে এই সিনেমা বর্তমান সালের অন্যতম জনপ্রিয় সিনেমা হয়ে উঠবে।