কেউ প্রেমে পরেছে, কেউবা শুরু করেছেন নতুন জীবন- এবার বসন্ত ভালবাসায় ভরপুর। কম ছিল শুধু সিনে রোম্যান্সের। শ্যুটিং হয়ে গেলেও ছবি রিলিজ করতে ভয় পাচ্ছিলেন প্রযোজকরা। কিন্তু এখন মহামারির প্রভাব দূর হতেই তৈরি হয়েছে লম্বা এক রিলিজিং মুভি লিস্টের। যেখানে নাম রয়েছে ‘খেলা যখন’ (Khela Jawkhon) সিনেমারও। পয়লা জুলাই সিনেমাহলে আসতে চলেছে ‘গোরা ও পুপে’ জুটির নতুন সিনেমা ‘খেলা যখন’। ছবির পোস্টার শেয়ার করে অরিন্দম শীল লিখেছেন, ‘গত ২ বছর থেকে আমরা এই কাজটি করতে চেয়েছিলাম। ৩টি প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাচ্ছে এই ছবিটি।’
‘গানের ওপারে’, ‘বাপি বাড়ি যা’, ‘ক্রিসক্রস’-এর পর আবার একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে ‘গোরা-পুপে’ জুটিকে। ‘খেলা যখন’ প্রেমের ছবি নয়, সাইকোলজিক্যাল থ্রিলার। এই ছবিতে মিমি চক্রবর্তীর সঙ্গে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। পরিচালক অরিন্দম শীল।
ছবিতে মিমির চরিত্রের নাম ঊর্মি। কোমা থেকে ফিরে এসেছে সে। অতীত এবং বর্তমানের সঙ্গে অনবরত লড়াই করে যেতে হয় তাঁকে। একটি ভয়াবহ গাড়ি দুঘর্টনায় ছেলেকে হারিয়ে ফেলে ঊর্মি ও সাগ্নিক। এরপর তার মৃত শিশুকে নিয়ে অনবরত দুঃস্বপ্ন দেখে ঊর্মি। তার স্বপ্নে এমন কিছু ঘটনা আসতে থাকে যার বাস্তব কোনও ভিত্তি নেই। বাস্তব না স্বপ্ন, কোনটা সত্যি! দর্শকদের প্রশ্নের মুখে দাঁড় করাবে ‘খেলা যখন’।
অন্যদিকে, গ্রীষ্মের ছুটিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে মৈনাক ভৌমিক পরিচালিত ‘মিনি’। এই সিনেমা দিয়েই ২০২১-এ ‘বাজি’-র পর বড় পর্দায় ফিরছেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। এছাড়া শিবপ্রসাদ-নন্দিতার হিন্দি রিমেক ‘পোস্ত’দিয়ে বলিউডে যাত্রা শুরু করছেন মিমি।