কাজী নজরুল ইসলামের বায়োপিক বড়পর্দায়, মুখ্যচরিত্রে কিঞ্জল

kinjal nandi

বাংলায় প্রথম কাজী নজরুল ইসলামের বায়োপিক। ছবির মুখ্য চরিত্রে কিঞ্জল নন্দ। সূত্র মারফৎ জানা গিয়েছে যে, এই ছবিতে রবীন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করতে পারেন রঞ্জিত মল্লিক বা চিরঞ্জিৎ চক্রবর্তী। এই বছরের শেষের দিকে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সূত্রে জানা গিয়েছে যে, কাজী নজরুল ইসলামের চরিত্রে কিঞ্জল একদম পারফেক্ট ম্যাচ। এই চরিত্রে অভিনয় করার জন্য কিঞ্জল মুখিয়ে আছে বলে জানা গিয়েছে। ছবিটি পরিচালনা করছেন আব্দুল আলিম।

Advertisements

এই প্রথম নজরুলের জীবন নিয়ে বায়োপিক হচ্ছে। নজরুলের গোটা জীবনকেই তুলে ধরা হবে ছবিটিতে। চলচিত্র বিশেষজ্ঞদের মতে এই ছবিটি সঠিক ভাবে তৈরি হলে বাংলা ছবির ইতিহাসে মাইলস্টোন হবে। আরও জানা গিয়েছে যে এই ছবিতে ‘প্রস্থেটিক’মেকআপের ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।

   
Advertisements

ছবিতে কিঞ্জলের রূপটানের দায়িত্বে থাকছেন সোমনাথ কুন্ডু।চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলার জন্য বর্তমানে নজরুল সম্পর্কে পড়াশোনা করছেন কিঞ্জল।নজরুলের এই বায়োপিকে বিশেষ চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায় (ফজলু‌ল হক), কাঞ্চনা মৈত্র (বিরজাসুন্দরী দেবী)-সহ আরও অনেকে। এ ছাড়াও বাংলাদেশের কয়েক জন অভিনেতাও এই ছবিতে অভিনয় করতে পারেন বলে জানা গিয়েছে। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জয় সরকার। এছাড়াও ছবির আরও অন্যান্য চরিত্রগুলো নিয়ে নাড়াঘাঁটা হচ্ছে বলে জানা গিয়েছে। ছবিটি প্রযোজনা করছে জেবি প্রোডাকশন। সম্পাদনায় থাকছেন অর্ঘকমল মিত্র।