কৌন বনেগা ক্রোড়পতি-তে ‘চাঞ্চল্যকর’ তথ্য ফাঁস মনোজ কুমার শর্মার

জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’-তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা বিক্রান্ত মেসি এবং আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা (Manoj Kumar Sharma)। এই…

Kaun Banega Crorepati 16 IPS Officer Manoj Kumar Sharma

জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’-তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা বিক্রান্ত মেসি এবং আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা (Manoj Kumar Sharma)। এই পর্বে মনোজ কুমার শর্মার মা, স্ত্রী এবং ছেলে দর্শকদের মধ্যে বসেছিলেন, এবং তাঁদের সাথে শো-এর সঞ্চালক অমিতাভ বচ্চনের একটি হৃদয়গ্রাহী আলাপচারিতা হয়। ওই কথোপকথনের সময়, মনোজ কুমার শর্মার মা অভিযোগ করেন যে, তাঁর ছেলে কখনও দীপাবলি বা কোনো উৎসব পরিবারের সাথে উদযাপন করেন না। অমিতাভ বচ্চন জানতে চাইলে মনোজ এর কারণ ব্যাখ্যা করেন, যা শুনে বচ্চন হাত জোড় করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

একটি সাম্প্রতিক প্রোমোতে দেখা যায়, মনোজ কুমার শর্মার মা অমিতাভ বচ্চনের কাছে অভিযোগ জানান যে তাঁর ছেলে কোনো উৎসব পরিবারের সাথে পালন করেন না। তখন অমিতাভ বচ্চন এর কারণ জানতে চাইলে মনোজ জানান, পুলিশে যোগ দেওয়ার অর্থই হলো ব্যক্তিগত বিশ্বাস, ধর্ম, জাতি, ভাষা সবকিছু দূরে সরিয়ে রেখে দেশসেবার প্রতি নিজেকে নিবেদন করা।

   

মনোজ বলেন, “একজন পুলিশ অফিসার কোনো উৎসব পালন করতে পারেন না, স্যার। আমি কখনো দীপাবলি উদযাপন করিনি। যখন আপনি এই পোশাক পরেন, তখন আপনার আর কোনো ধর্ম, জাতি বা ভাষা থাকে না। পুরো জীবনটাই দেশকে উৎসর্গ করতে হয়। আমাদের কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা নেই, ১২ ঘণ্টা, ২৪ ঘণ্টা এমনকি কখনো তিন দিন ধরে বাড়ি ফেরা হয় না।”

তিনি আরও বলেন, “যখন গোটা সমাজ উৎসব উদযাপন করছে, তখন একজন পুলিশ অফিসারের দায়িত্ব থাকে যে কেউ যেন কোনোরকম অসুবিধায় না পড়ে। সমাজের পরিবর্তনকারীর ভূমিকাতেই তাদের কাজ করতে হয়।”

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Sony Entertainment Television (@sonytvofficial)

এই কথাগুলি শুনে এবং পুলিশের প্রতি শ্রদ্ধা জানিয়ে অমিতাভ বচ্চন হাত জোড় করে বলেন, “আজ না কেবল আপনার সামনে, সমগ্র পুলিশ সম্প্রদায়ের সামনে হাত জোড় করে বলতে চাই, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।”

উল্লেখ্য, ‘১২তম ফেল’ সিনেমাটি অনুরাগ পাঠকের বই অবলম্বনে তৈরি, যেখানে বিক্রান্ত মেসি ও পলক লালওয়ানি অভিনীত চরিত্রগুলি মনোজ কুমার শর্মা ও আইআরএস অফিসার শ্রদ্ধা জোশীর জীবনের অনুপ্রেরণামূলক গল্প ফুটিয়ে তুলেছে।