অবশেষে সেই প্রতীক্ষার অবসান। ৪২ বছর বয়সে মাতৃত্বের স্বাদ পেলেন বলিউড তারকা ক্যাটরিনা কইফ। শুক্রবার সকালেই অভিনেত্রী ও তাঁর স্বামী ভিকি কৌশল জানালেন সুখবর, তাঁদের ঘরে এসেছে পুত্রসন্তান।
ভিকি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমাদের খুশির কারণ আজ ভূমিষ্ঠ হয়েছে।” সঙ্গে জুড়েছেন একটি হৃদয়ের ইমোজি। মুহূর্তে সেই পোস্ট ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়, শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে কমেন্ট সেকশন।
ঘনিষ্ঠ পরিসরে বিয়ে
ক্যাটরিনা ও ভিকি ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে ঘনিষ্ঠ পরিসরে বিয়ে করেন। সেই থেকে তাঁদের দাম্পত্যের প্রতিটি অধ্যায়েই নজর ছিল অনুরাগীদের। তবে ২০২৪ সাল থেকেই গুঞ্জন শুরু, অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বা। এর সূত্রপাত, যখন দীর্ঘ সময়ের জন্য ক্যাটরিনা লন্ডনে মায়ের কাছে গিয়ে থাকেন এবং প্রায় সম্পূর্ণভাবে পর্দা থেকে দূরে সরে যান। মাঝেমধ্যে দেখা মিলত তীর্থস্থানে বা কোনও বিশেষ অনুষ্ঠানে। কেবল নিজের প্রসাধনী ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা যেত তাঁকে।
অবশেষে, সব জল্পনায় ইতি টেনে চলতি বছরের সেপ্টেম্বর মাসে স্ফীতোদর-সহ এক ছবি প্রকাশ করে ক্যাটরিনা লিখেন, “আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে চলেছে। আমাদের হৃদয় ভালবাসা ও কৃতজ্ঞতায় ভরপুর।” সেই সময় থেকেই শুরু হয়েছিল অপেক্ষা, যা আজ পূর্ণতা পেল।
আবেগঘন ভিকি Katrina Kaif Vicky Kaushal Son
সন্তান আগমনের আগে এক সাক্ষাৎকারে ভিকিও জানিয়েছিলেন তাঁর আবেগের কথা। তিনি বলেছিলেন, “অপেক্ষায় আছি সন্তানের। সত্যিই এটা এক আশীর্বাদের মতো সময়। উত্তেজনা ও আনন্দে ভরা প্রতিটি মুহূর্ত।”
বরাবরই মাতৃত্ব নিয়ে বিশেষ আবেগী ছিলেন ক্যাটরিনা। প্রায় এক দশক আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “পরিবার, স্বামী, সন্তান— এই তিনটিই আমার জীবনের মূল ভিত্তি। আমি সব সময়ই বিয়ে ও মাতৃত্বের স্বপ্ন দেখি। পরিবার আমার কাছে জীবনের পরিপূর্ণতার প্রতীক।”
আজ সেই স্বপ্নই বাস্তব। বলিউডের ঝলমলে পর্দার বাইরে, জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় শুরু করলেন ক্যাটরিনা ও ভিকি।


