গর্ভাবস্থার ছবি ফাঁস, ‘এটা অপরাধ!’ পুলিশের হস্তক্ষেপ চাইলেন ক্যাটরিনার ভক্তরা

Katrina Kaif Privacy Invasion Pregnancy

মুম্বইয়ের ব্যালকনি থেকে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের গর্ভাবস্থার ছবি ফাঁস হতেই চাঞ্চল্য নেট দুনিয়ায়। শুক্রবার সকালে এক বিনোদন সংবাদমাধ্যম অভিনেত্রীর কয়েকটি ছবি প্রকাশ করে, যেখানে দেখা যাচ্ছে মা হতে চলা ক্যাটরিনা তাঁর মুম্বইয়ের ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে আছেন। মুহূর্তের মধ্যেই ছবিগুলি ভাইরাল হয়ে পড়ে, কিন্তু আনন্দ নয়, সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড়।

Advertisements

নেটিজেনদের দাবি, ক্যাটরিনার ব্যক্তিগত পরিসরে এই অনধিকার প্রবেশ সম্পূর্ণ নিন্দনীয়। এক ভক্ত লিখেছেন, “Camera se pehle manners on karo.” আরেকজনের মন্তব্য, “এটা তো স্পষ্টভাবে ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। ওঁর ঘরে বারান্দায় ছবি তোলার কী যুক্তি?” কেউ কেউ এমনও বলেছেন, পুলিশের উচিত এই ঘটনায় অভিযুক্ত ফটোগ্রাফার ও মিডিয়া হাউসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

   

আরও এক ইউজারের মন্তব্য, ‘‘এটা একটা অপরাধ! যিনি ছবি তুলেছেন এবং অন্যের গোপনীয়তায় হস্তক্ষেপ করেছেন, তাঁর বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত!’’  অনেকে সংশ্লিষ্ট মিডিয়া হাউসকে সেই ছবি মুছে ফেলতে ও প্রকাশ্যে ক্ষমা চাইতে অনুরোধ করেছেন।

আলিয়া ভাটও পড়েছিলেন একই অভিজ্ঞতার মুখে

এর আগেও এমন ঘটনা ঘটেছিল বলিউডে। ২০২২ সালে, গর্ভবতী অবস্থায় নিজের মুম্বইয়ের বাড়ি থেকে আলিয়া ভাটের ছবি প্রকাশ করেছিল এক সংবাদমাধ্যম। সেই সময় ক্ষোভে ফেটে পড়ে আলিয়া ইনস্টাগ্রামে লিখেছিলেন, “Are you kidding me? আমি নিজের ঘরে বসে ছিলাম, হঠাৎ দেখি পাশের বিল্ডিংয়ের ছাদে দু’জন ক্যামেরা তাক করে রেখেছে! এটা কোন দুনিয়ায় ঠিক?” আলিয়া তখন সরাসরি মুম্বই পুলিশ ও সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে ট্যাগ করে পদক্ষেপের দাবি জানান।

Advertisements

ক্যাটরিনা–ভিকির নতুন অধ্যায় Katrina Kaif Privacy Invasion Pregnancy

প্রসঙ্গত, এ বছরের সেপ্টেম্বর মাসে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তাঁদের প্রথম সন্তানের আগমনের খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক সাদা-কালো ছবিতে দেখা যায়— অভিনেত্রী তাঁর বেবি বাম্পে হাত রেখে হাসছেন, পাশে ভিকি স্নেহভরে তাঁর পেট স্পর্শ করছেন। ক্যাপশনে তাঁরা লেখেন, “On our way to start the best chapter of our lives with hearts full of joy and gratitude.”

জুলাই থেকেই গুঞ্জন

যদিও তাঁদের গর্ভাবস্থার খবর জুলাই থেকেই বলিউড মহলে গুঞ্জন তুলেছিল। মুম্বইয়ের এক ফেরি পোর্টে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল, যেখানে ক্যাটরিনাকে ঢিলেঢালা সাদা শার্ট ও প্যান্টে দেখা যায়। সেই সময় থেকেই নেটিজেনদের মধ্যে গুজব ছড়ায়, “তিনি কি মা হতে চলেছেন?”

কিন্তু এখন যে বিতর্কের কেন্দ্রে, তা শুধুই ব্যক্তিগত গোপনীয়তা। আলিয়া ভাটের ঘটনার পুনরাবৃত্তি ঘটল ক্যাটরিনার ক্ষেত্রেও আর বলিউডজুড়ে আবারও শুরু হয়েছে আলোচনার ঝড়, ‘সেলিব্রিটির ব্যক্তিগত জীবন কোথায় শেষ হয়, আর মিডিয়ার সীমা কোথায়?’