কাশ্মীরে ৩০০ টি নতুন ফিল্ম ডেস্টিনেশনের ঘোষণা! পড়বে চলচ্চিত্র নির্মাতাদের নজরে?

একসময় কাশ্মীর ছিল হিন্দী চলচ্চিত্র জগতের শুটিং-এর জন্য সেরা ঠিকানা। কিন্তু তা ক্রমশ হারিয়ে যেতে থাকে। জম্মু ও কাশ্মীর সরকারের অধীনে ট্যুরিজ়ম বিভাগ এই মুহূর্তে আপ্রাণ চেষ্টা করছে ফিল্ম পর্যটনকে পুনরুজ্জীবিত করার। ফলস্বরুপ, চলচ্চিত্রের শুটিংয়ের জন্য ৩০০ টি নতুন লোকেশন চিহ্নিত করা হয়েছে।

Advertisements

গত এক বছরে, ২০০ টির উপর সিনেমার শুটিং হয়েছে কাশ্মীর উপত্যকায়। শুধু সিনেমাই নয়, ওয়েব সিরিজএবং ড্রামাও শুট করা হয়েছে। কিছুদিন আগেই বলিউড বাদশাহ শাহরুখ খান কাশ্মীরে নিজের এক সিনেমার শুটিং করে যান। কাশ্মীর সরকারের একটি ফিল্ম পলিসি আছে। এই পলিসির সাহায্যে ফিল্ম ক্রু-দের সিনেমার শুটিং চালিয়ে যেতে কোন অসুবিধা হবেনা।

   
Advertisements

কাশ্মীর জি-২০ সামিটের আয়োজন করতে চলেছে। জি-২০ সামিট হবে মে ২২ থেকে মে ২৪ পর্যন্ত। এই বৈঠকের মূল লক্ষ্য হবে পর্যটনকে অন্তর্ভুক্ত করা। জম্মু ও কাশ্মীর সরকার বিশ্বাসী যে জি-২০ সামিটের ফলে দেশীয় এবং পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতাদের কাশ্মীর পর্যটন নজরে পড়বে।