কার্তিক আরিয়ানের নতুন চমক নতুন রূপে ভুলভুলাইয়া 3

সম্প্রতি কার্তিক আরিয়ানের সত্য প্রেম কি কথা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ছবিতে তার সত্য চরিত্র অনুরাগীদের কাছে প্রশংসা কুড়িয়েছে। এই ছবিটি বক্স অফিসেও বেশ সাফল্য অর্জন করেছে।এর আগে কার্তিক আরিয়ানের ছবি ভুলভুলাইয়া 2 (Bhool Bhulaiyaa )সুপারহিট একটি সিনেমা হিসেবে গণ্য হয়েছিল। যারা ভুলভুলাইয়া 2তে কার্তিক আরিয়ানের অভিনয়কে প্রশংসা জানিয়েছিলেন তাদের জন্য সুখবর। এবার আসতে চলেছে নতুন এক ভুলভুলাইয়া।

জানা গিয়েছে, দর্শকদের নতুন চমক দিয়ে আসতে চলেছে ভূলভুলাইয়া 3। অনিস বাজমি এবং কার্তিক আরিয়ান ভুলভুলাইয়া 3 তৈরি করার জন্য প্রস্তুত।

   

পিঙ্কভিলা সূত্রে জানা গিয়েছে, ভূষণ কুমার প্রযোজিত এবং কার্তিক আরিয়ান অভিনীত ভুল ভুলাইয়া 3 আগামী বছর দীপাবলি উপলক্ষে মুক্তি পাবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে ছবিটি ফ্লোরে নামবে বলে আশা করা হচ্ছে।

কার্তিক আরিয়ানের আসন্ন সিনেমা
সত্যপ্রেম কি কথায় তার চমকপ্রদ পারফরম্যান্স দেওয়ার পরে দর্শকদের মধ্যে প্রবল উন্মাদনা ছড়িয়েছে। অভিনেতা এখন কবির খান পরিচালিত তার আসন্ন ছবি চান্দু চ্যাম্পিয়নের শুটিং করছেন। ছবিটি আগামী বছরের ১৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন