এবার দুই মঞ্জুলিকার বিরুদ্ধে লড়াই কার্তিকের! প্রকাশ্য ‘ভুল ভুলাইয়া ৩’ ট্রেলার

দীর্ঘ প্রতীক্ষার অবাসান প্রকাশ্যে এল আনিস বাজমী পরিচালিত ভুল ভুলাইয়া ৩ (Bhool Bhulaiyaa 3) এর ট্রেলার । টি-সিরিজ ইউটিউব চ্যানেলে প্রায় চার মিনিটের ট্রেলার প্রকাশ…

bhool-bhulaiyaa-3-official-

দীর্ঘ প্রতীক্ষার অবাসান প্রকাশ্যে এল আনিস বাজমী পরিচালিত ভুল ভুলাইয়া ৩ (Bhool Bhulaiyaa 3) এর ট্রেলার । টি-সিরিজ ইউটিউব চ্যানেলে প্রায় চার মিনিটের ট্রেলার প্রকাশ করা হয়েছে । ভুল ভুলাইয়া ৩ (Bhool Bhulaiyaa 3) ছবির ট্রেলারের শুরুতে মঞ্জুলিকা সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হচ্ছে তিনি কীভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছেন।

Advertisements

এর পরে “আমি মঞ্জুলিকা” বলে চিৎকার করে উঠেন বিদ্যা বালান (Vidya Balan), । অন্যদিকে রুহ বাবা চরিত্রে কার্তিক আরিয়ানকে (Kartik Aaryan) বলতে দেখা যায় কীভাবে ভয় পাওয়ার পরিবর্তে ভূতের সুবিধা নেওয়া উচিত । ট্রেলারটিতে কার্তিক, সঞ্জয় মিশ্র, রাজপাল যাদব এবং অশ্বিনী কালসেকারের কিছু হাস্যকর মুহুর্তের দেখা গিয়েছে । মাজুলিকা ফিরে আসায় পরিস্থিতি শীঘ্রই ভয়াবহ হয়ে উঠতে শুরু করে।

Advertisements

এর পরে মাধুরীর চিৎকার করে বলে, “আমি মঞ্জুলিকা।” রোম্যান্স এবং কমেডির মধ্যে, রুহ বাবা মঞ্জুলিকাকে মোকাবেলা করার চেষ্টা করেন। কার্তিক (Kartik Aaryan) আরেকটি চ্যালেঞ্জের মুখোমুখি হন কারণ বিদ্যা এবং মাধুরীর উভয় চরিত্রই মঞ্জুলিকা চরিত্রে দেখা যায়। ট্রেলারটি শেষ দেখা যাচ্ছে তৃপ্তি দিমরির রুহ বাবাকে বলছে যে তারা শীঘ্রই বিয়ে করবে। তারপরে কার্তিক চিৎকার করে হাট বলে চলে যান।

প্রসঙ্গত, ২০০৭ সালে প্রথম মুক্তি পেয়েছিল ভুল ভুলাইয়া। যেখানে বিদ্যা বালানের (Vidya Balan)মঞ্জুলিকা চরিত্র মন ছুঁয়ে নিয়েছিল সকলের। এর ২০২২ সালে ছবির সিক্যুয়াল মুক্তি পেয়েছিল। ভুলভুলাইয়া ২ ছবির কাস্টিংয়ে পরির্বতন করা হয়। রুহ বাবার চরিত্রে সকলের নজর কাড়ে কার্তিক । ভুলভুলাইয়া ২ ছবি ব্যাপক সাফ্যলে পেয়েছিল বক্স-অফিসে। এবার দীপাবলিতে আসছে ভুলভুলাইয়া ৩ (Bhool Bhulaiyaa 3) । এই ছবিতে বড় চমক দিতে এসেছেন পরিচালক অনীশ বাজমি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে মাধুরী দীক্ষিতকে দেখা যাবে বলে খবর। এ ছাড়াও তৃপ্তি দিমরি, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র, মনীশ ভাদওয়ার নাও রয়েছে তালিকায়।

উল্লেখ্য, এই একই সময়ে অজয় দেবগণ অভিনীত ‘সিংঘম অ্যাগেইন ’ মুক্তি পাবে। ‘সিংঘম’ ও তার পর পর সিক্যুয়েল, সবকটাই ব্লকবাস্টার হিট। রোহিত শেট্টির এই ছবি নিয়ে দর্শকের উন্মাদনার পারদ সবসময়ই উর্দ্ধমুখী। অন্যদিকে, হরর কমেডি ‘ভুলভুলাইয়া থ্রি’ নিয়ে সিনেপ্রেমীদের মধ্য়ে যথেষ্ট উচ্চাশা তৈরি হয়েছে।