বলিউড জগতের ছোট পর্দার বর্তমানে অন্যতম আলোচিত জুটি হল ‘করণ কুন্দ্রা- তেজস্বী প্রকাশ’। (Karan-Tejashwi) বর্তমান সময়ে এই জুটিকে নিয়ে জোর আলোচনা চলে হিন্দি সিরিয়াল জগতে এমনকি তাদের নানা খুনসুটির ভিডিও, ফটো দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
এই জুটির সম্পর্কের রসায়নের মাধ্যমে দর্শকরা বেশ মনোরঞ্জিত হয় বলে বলা যেতে পারে। এই জুটি মূলত লাইমলাইটে এসেছে ২০২১ সালে অনুষ্ঠিত হওয়া কালার্স টিভি রিয়ালিটি শো ‘বিগ বস ১৫’ হবার পর থেকে। এই দুই অভিনেতা অভিনেত্রী বিগ বস শোয়ে অংশগ্রহণ করেছিলেন প্রতিযোগী হিসাবে। দীর্ঘদিন ধরে একসাথে এই শোয়ে খেলার পর থেকে তাদের মনের মধ্যে প্রেমের বাসা বাঁধতে শুরু করে।
সেইবারের বিগ বসের বিজয়ী হয়ে ওঠেন অভিনেত্রী তেজস্বী প্রকাশ। তৎকালীন সময় থেকে তাদের প্রেম পর্বের যাত্রা শুরু হয় বর্তমানেও তা রয়েছে অবিরত। আগামীকাল অর্থাৎ ১১ই অক্টোবর অভিনেত্রীর প্রেমিক অর্থাৎ করেনে জন্মদিন। তার আগেই অভিনেতার জন্য অভিনেত্রী একটি সারপ্রাইজ পার্টি অনুষ্ঠিত করেন।
সেই পার্টির কিছু ফটো প্রকাশ্যে এসেছে দর্শকদের কাছে অভিনেত্রী ইনস্টাগ্রাম ফটো পোস্ট এর মাধ্যমে। অভিনেতার আগাম জন্মদিন অনুষ্ঠিত হওয়ার কিছু মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে এই জুটির সহ তাদের পরিবার-পরিজন এবং বন্ধুবান্ধব মিলে আনন্দে দিনটি পালন করছেন। অভিনেতা অভিনেত্রীকে দুজনে কালো রঙের পোশাকে দেখতে পাওয়া যাচ্ছে। অভিনেত্রীর একাউন্ট থেকে পোস্ট করা ছবিগুলির লাইক ছুঁয়েছে প্রায় সাড়ে ন’ লক্ষ্য। এই পোস্টের দ্বারা অগুনিত দর্শক অভিনেতা করণ কুন্দ্রাকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়েছেন।
https://www.instagram.com/reel/CjkFcGgB7ct/?utm_source=ig_web_copy_link