Kapil Sharma: কপিল শর্মার ক্যাফেতে খালিস্তানি শিখ জঙ্গিদের হামলা

Kapil Sharma: ভারতীয়দের লক্ষ্য করে খালিস্তানপন্থী শিখ জঙ্গি সংগঠনের হামলা চলছেই। কানাডায় ফের সেরকমই হামলা হল। এবার ভারতীয় সেলিব্রেটি কপিল শর্মার ক্যাফের মধ্যে হামলা। এই হামলার…

Kapil Sharma

Kapil Sharma: ভারতীয়দের লক্ষ্য করে খালিস্তানপন্থী শিখ জঙ্গি সংগঠনের হামলা চলছেই। কানাডায় ফের সেরকমই হামলা হল। এবার ভারতীয় সেলিব্রেটি কপিল শর্মার ক্যাফের মধ্যে হামলা। এই হামলার পিছনে খালিস্তানি জঙ্গিরা বলেই জানা যাচ্ছে।

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারে শহরে বিখ্যাত কৌতুকশিল্পী কপিল শর্মা-র নতুন উদ্বোধন হওয়া রেস্তোরাঁতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার রাতে (স্থানীয় সময়) এই হামলা হয়। “KAP’S CAFE” নামের এই রেস্তোরাঁটি লক্ষ্য করে গুলি চালানো হয়, যা স্থানীয় সমাজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

   

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসবাদী সংগঠন বব্বর খালসা ইন্টারন্যাশনাল (BKI)-এর সক্রিয় সদস্য এবং ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)-র মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত জঙ্গি হরজিত সিং লাড্ডি এই হামলার দায় স্বীকার করেছে। লাড্ডির দাবী, কপিল শর্মা কিছু মন্তব্য করেছিলেন, যার প্রতিক্রিয়ায় এই গুলিবর্ষণ চালানো হয়।

খবরে বলা হয়েছে, রেস্তোরাঁর চত্বরে একাধিক রাউন্ড গুলি ছোড়া হয়, যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই স্থানীয় পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা একটি গাড়িতে করে আসে এবং গুলি চালানোর পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনায় কেউ আহত হননি।

Advertisements

কৌতুকশিল্পী কপিল শর্মা-র রেস্তোরাঁ Kap’s Cafe-তে অন্তত নয় রাউন্ড গুলি চালানো হয়েছে।

Kap’s Cafe কপিল শর্মার রেস্তোরাঁ ব্যবসায় প্রথম পদক্ষেপ। তাঁর স্ত্রী গিন্নি চত্রথ এই উদ্যোগে সক্রিয়ভাবে যুক্ত। রেস্তোরাঁটি কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারে শহরে অবস্থিত এবং কয়েকদিন আগে এর সফট লঞ্চ হয়।

স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হরজিত লাড্ডির দাবিকে কেন্দ্র করে আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।