কপিল শর্মাকে মুক্তিপণ চেয়ে হুমকি! বাংলা থেকে গ্রেফতার দিলীপ

কলকাতা: বিখ্যাত কমেডিয়ান কপিল শর্মাকে হুমকি৷ আমাদের রাজ্যের এক ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। আজ অর্থাৎ শনিবার উত্তর ২৪ পরগনা থেকে দিলীপ চৌধুরী নামে এক…

Kapil Sharma Ransom Threat

কলকাতা: বিখ্যাত কমেডিয়ান কপিল শর্মাকে হুমকি৷ আমাদের রাজ্যের এক ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। আজ অর্থাৎ শনিবার উত্তর ২৪ পরগনা থেকে দিলীপ চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। পুলিশের দাবি, এই ব্যক্তি সরাসরি কপিল শর্মাকে ই-মেল পাঠিয়ে এক কোটি টাকার মুক্তিপণ দাবি করেছিল।

Advertisements

গ্যাংস্টারের সঙ্গে যোগ

দিলীপের ই-মেলে বলা হয়েছিল, তার সঙ্গে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার ও রোহিত গোদারা গ্যাং যুক্ত। পুলিশ এখন যাচাই করছে, সত্যিই কি দিলীপ ওই গ্যাংগুলোর সঙ্গে সম্পর্কিত নাকি হুমকির জন্য মিথ্যা পরিচয় ব্যবহার করেছেন। আপাতত তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে এবং তার সঙ্গে সম্পর্কিত অন্যান্য তথ্যও সংগ্রহ করা হচ্ছে।

   

পুলিশ সূত্রে জানা গেছে, কপিল শর্মা দীর্ঘ কয়েক মাস ধরেই হুমকির মুখে রয়েছেন। কানাডায় তার মালিকানাধীন ক্যাফেতে টানা দুটি গুলি চালানো হয়েছিল। প্রথম ঘটনার দায় স্বীকার করে খালিস্তানি জঙ্গি হরজিৎ সিং লাড়ি, আর দ্বিতীয় ঘটনার দায় নিয়েছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। এসব ঘটনার পর থেকেই কপিলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

কোটি টাকার মুক্তিপণ Kapil Sharma Ransom Threat

সম্প্রতি এই নতুন হুমকিতে এক কোটি টাকার মুক্তিপণ দাবির ই-মেল আসে। মুম্বই পুলিশ সাইবার টিমের সাহায্যে ট্র্যাক করে অবশেষে দিলীপকে উত্তর ২৪ পরগনা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

কপিল শর্মা ভারতের অন্যতম জনপ্রিয় কমেডিয়ান। তার উপর একের পর এক হুমকি, বিদেশে গুলি চালানো, এবং এবার বাংলার দিলীপের মুক্তিপণ দাবি—সব মিলিয়ে সাধারণ মানুষ ও ভক্তদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশ পুরো ঘটনার তদন্তে এখন তৎপর।