ফের রহস্য মৃত্যু টেলিভিশন অভিনেত্রীর, ঝুলন্ত দেহ উদ্ধার

বায়োস্কোপ ডেস্ক: কানাড়া টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌজন্যার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো তার বেঙ্গালুরু ফ্ল্যাট থেকে। মৃতদেহ ওর পাশ থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছেন।…

Television Actress soujanya

বায়োস্কোপ ডেস্ক: কানাড়া টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌজন্যার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো তার বেঙ্গালুরু ফ্ল্যাট থেকে। মৃতদেহ ওর পাশ থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছেন। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে হীনমন্যতায় ভোগে আত্মহত্যা করেছেন অভিনেত্রী। সুইসাইড নোটে অভিনেত্রী দাবি করেছেন যে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। 

নিজের ফ্ল্যাটে অভিনেত্রী একাই থাকতেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার হঠাৎ তিনি জীবন শেষ করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত কেন নিলেন তার আসল কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সৌজন্যা কদাগু জেলার কুশলনগরের আদি বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। বেশ কিছু বছর ধরে তিনি কানাডা টিভি সিরিয়াল ও সিনেমার সাথে যুক্ত। এই মৃত্যু রহস্যের পিছনে অন্য কোনো ঘটনা লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Television Actress soujanya

Advertisements

সুইসাইড নোটে কানাডা অভিনেত্রী মা বাবার কাছে ক্ষমাপ্রর্থনা করেছেন। তার সুইসাইড নোট অনুযায়ী পুলিশ অনুমান করছে যে ব্যাক্তিগত জীবনের টানাপোড়েনের কারণেই আত্মহননের সিদ্ধান্ত নেন সৌজন্যা। তিনি সুইসাইড নোটে তার নিকটস্থ বেশ কিছু মানুষের নামও উল্লেখ করা রয়েছে। তদন্তকারীরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করে চলেছেন। মৃত্যুর সময় অভিনেত্রীর বয়স হয়েছিলো মাত্র ২৫ বছর। তিনি বিজয় মহেশ পরিচালিত কমেডি রোম্যান্স ছবি নানোবনে ওলেয়াভনু (২০১৭) তে অভিনয় করেছিলেন। কবি রাজেশ পরিচালিত ভৌতিক রহস্য সিনেমা রিয়াল রিয়াল-২ তেও অভিনয় করেছিলেন কাব্য গৌদা ও প্রজ্জালের বিপরীতে। একাধিক কানাডা টেলিভিশন শোয়ের সাথে যুক্ত ছিলেন তিনি। তার অন্যান্য ছবিগুলির মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো, চৌকাত্তু এবং ফান।

অবসাদের জেরে কমবয়েসী অভিনেত্রীদের মৃত্যুর ঘটনা নজির তৈরি করার মতো। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে তাদের অবসাদের কারণ হিসেবে উঠে এসেছে নিগ্রহ বা ব্যাক্তিগত জীবনে টালমাটালের প্রসঙ্গ। কিছুদিন আগেই জয়শ্রী রামাইয়া নামে আরো একজন টেলিভিশন তারকার আত্মহননের খবরে তোলপাড় হয়ে ওঠে টেলি দুনিয়া। প্রসঙ্গত, গত বছর গোটা দেশ তোলপাড় হয়ে উঠেছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায়।