অভিনেত্রীর শরীরে লুকোনো সোনা গ্রেপ্তার বিমান বন্দরে

কন্নড় সিনেমার পরিচিত অভিনেত্রী রানিয়া রাওকে (Ranya Rao) বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেপ্তার (Bengaluru airport) করা হয়েছে। তাঁর শরীরে লুকোনো ছিল প্রায় ১৫ কেজি সোনা (Gold smuggling),…

kannada-actor-ranya-rao-arrested-gold-smuggling-bengaluru-airport

কন্নড় সিনেমার পরিচিত অভিনেত্রী রানিয়া রাওকে (Ranya Rao) বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেপ্তার (Bengaluru airport) করা হয়েছে। তাঁর শরীরে লুকোনো ছিল প্রায় ১৫ কেজি সোনা (Gold smuggling), যার বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা। মঙ্গলবার এই তথ্য প্রকাশ্যে আনে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। রানিয়া রাওকে আদালতে তোলা হলে তাঁকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছে।

তদন্তকারীদের দাবি, রানিয়া (Ranya Rao) দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সফর করে আসছিলেন। এর মধ্যে গত ১৫ দিনে তিনি ৪ বার দুবাই সফর করেছিলেন। এমনকি তদন্তকারীদের কাছে খবর ছিল যে তিনি দুবাই থেকে সোনা পাচার করতেন। সোমবার রানিয়া দুবাই থেকে বেঙ্গালুরু বিমানবন্দরে নামার পর তল্লাশি এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। তবে আগাম তথ্য থাকার কারণে তাঁকে আটকানো হয়। অভিনেত্রীর তল্লাশি চালানোর সময় তাঁর কোমরের বেল্ট ও জ্যাকেটের গোপন পকেট থেকে ১৪ কেজি সোনার বার এবং ৮০০ গ্রাম সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়।

kolkata24x7-sports-News

   

পুলিশের সূত্র অনুযায়ী, রানিয়ার (Ranya Rao) বাবা কর্নাটক পুলিশের ডিজিপি র‍্যাঙ্কের আইপিএস আধিকারিক রামচন্দ্র রাও। তার সুবাদে তিনি স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে বিমানবন্দর থেকে চেকিং ছাড়াই বেরিয়ে যেতেন। তবে এবার তিনি হাতেনাতে ধরা পড়েন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, রানিয়া সম্ভবত আগেই একাধিকবার এভাবে সোনা পাচার করেছেন।

তবে অভিযুক্তের দাবি, তাঁকে ব্ল্যাকমেল করে সোনা পাচার করতে বাধ্য করা হয়েছে। তবে এই দাবির সত্যতা যাচাই করছে ডিআরআই। তদন্তে এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। রানিয়া কি একা কাজ করছিলেন, নাকি তিনি একটি সংঘবদ্ধ চক্রের অংশ ছিলেন? তাঁর পরিচয় ও প্রভাব কি এতদিন তাঁকে রক্ষা করে এসেছে? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী দল।

রানিয়া রাও (Ranya Rao) কন্নড় সিনেমার জনপ্রিয় মুখ। ২০১৪ সালে ‘মাণিক্য’ সিনেমাতে কন্নড় সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এরপর ২০১৬ সালে তামিল সিনেমা ‘ওয়াঘা’ এবং ২০১৭ সালের কন্নড় সিনেমা ‘পটাকি’-তে অভিনয় করেন। কন্নড় সিনেমা জগতে তাঁর অবদান প্রশংসনীয় হলেও, এবার তাঁর এই পাচারের ঘটনা তাঁকে বিতর্কের মধ্যে ফেলেছে।