HomeEntertainmentবক্স অফিসে ফ্লপ হলেও অস্কার ২০২৫-এ বিশেষ জায়গা করে নিল 'কাঙ্গুয়া'

বক্স অফিসে ফ্লপ হলেও অস্কার ২০২৫-এ বিশেষ জায়গা করে নিল ‘কাঙ্গুয়া’

- Advertisement -

২০২৪ সালে ববি দেওল (Bobby Deol) ‘কাঙ্গুয়া’ (Kanguva) ছবি নিয়ে আলোচনায় ছিলেন। তামিল সুপারস্টার সুরিয়া (Suriya) অভিনীত এই ছবিটি ছিল একটি এপিক ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার। সুরিয়া ও ববি দেওলের মধ্যে সংঘর্ষকে মানুষ পছন্দ করেছিল কিন্তু পুরো টিমকে অনেকটাই ট্রোলড করা হয়েছিল ছবির জোরে BGM এর জন্য। এদিকে নির্মাতাদের জন্য সুখবর এসেছে। ‘কাঙ্গুয়া’ অস্কার ২০২৫ এ প্রবেশ করেছে।

‘কাঙ্গুয়া’ (Kanguva) ছবির কাহিনী ছিল একটি মহাকাব্যিক অ্যাডভেঞ্চার। ছবিতে তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা সুরিয়া (Suriya) ও ববি দেওল (Bobby Deol) গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সুরিয়া এখানে একটি নেতৃস্থানীয় চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে ববি দেওল একটি ভয়ঙ্কর ভিলেনের চরিত্রে দর্শকদের সামনে এসেছেন। ‘কাঙ্গুয়া’ (Kanguva) ছবিতে ববি দেওলের চরিত্রের নাম ছিল উধিরন। যদিও ছবিটি বক্স অফিসে ভালো পারফরম্যান্স করতে পারেনি। ছবির কিছু বৈশিষ্ট্য যেমন হিন্দি ডাবিং এবং জোরে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে দর্শক ও সমালোচকদের মাঝে বিতর্ক সৃষ্টি হয়েছিল। 

   

৩৫০ কোটি টাকার বাজেটে নির্মিত ‘কাঙ্গুয়া’ (Kanguva) মাত্র ১০৬.২৫ কোটি রুপি আয় করেছে। কিন্তু এর পরেও ছবিটি বিশ্বব্যাপী অনেক মানুষের মনোযোগ আকর্ষণ করেছে। ২০২৫ সালের অস্কারের প্রতিযোগিতায় ৩২৩টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করে সেরা ছবির রিমাইন্ডার তালিকায় স্থান পেয়েছে। অস্কারের অফিসিয়াল সাইটে প্রকাশিত তালিকায় আরও অনেক ভারতীয় ছবি যেমন পৃথ্বীরাজ সুকুমারনের গোট লাইফ, মাঙ্কি ম্যান এবং সন্তোষও অন্তর্ভুক্ত হয়েছে।

বক্স অফিসে সাফল্য না পাওয়ার পর, ‘কাঙ্গুয়া’ (Kanguva) ছবিটি ১৪ নভেম্বর ২০২৪-এ OTT প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায়। OTT তে মুক্তি পাওয়ার পর ছবির ব্যাপারে নতুন করে আলোচনা শুরু হয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular