বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কঙ্গনা-নাওয়াজ, ওটিটি প্ল্যাটফর্মে বাজবে বিয়ের সানাই

kangana ranaut

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কঙ্গনা রানাউত এবং নাওয়াজউদ্দিন সিদ্দিকী। তবে বিয়ের আয়োজন করা হবে ডিজিটাল প্ল্যাটফর্মে। আসলে ডিজিটাল প্ল্যাটফর্মে ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমার হাত ধরে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন কঙ্গনা রানাউত। প্রযোজনার পাশাপাশি এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ও করতে দেখা যাবে তাকে। অন্যদিকে কঙ্গনার বিপরীতে অভিনয় করবেন নাওয়াজউদ্দিন সিদ্দিকী।

Advertisements

এই প্রথম বার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন কঙ্গনা এবং নাওয়াজ। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে নাওয়াজের একটি ছবি পোস্ট করেন কঙ্গনা। তিলি লেখেন “আপনাকে আমাদের টিমে স্বাগত স্যার”। কঙ্গনা এবং নাওয়াজ ছাড়া এই ছবিতে আর কারা অভিনয় করবেন তা নিয়ে মুখ খোলেননি তিনি। কঙ্গনার মতে এই প্রজন্মের সেরা অভিনেতাকে নিজেদের টিমে পেয়ে তিনি খুবই আপ্লুত। কিছু দিনের মধ্যেই ‘টিকু ওয়েডস শেরু’ এর শুটিং শুরু হতে চলেছে।

kangana

Advertisements

সূত্রের খবর অনুযায়ী ছবিটিতে নায়ক নায়িকা অর্থাৎ নাওয়াজ আর কঙ্গনার বিয়ে নিয়েই তৈরি হয়েছে গল্প। এর আগেও বড় পর্দায় প্রযোজনার কাজ করেছেন কঙ্গনা। তাঁর প্রযোজনার ছবি ‘মণিকর্ণিকা’ দর্শকদের থেকে ভালো সাড়া পেয়েছিল। এছাড়াও সিনেমাটি বক্স-অফিসে ভালো ব্যবসাও করেছিল। সেই সাফল্যের সূত্র ধরেই আবারও প্রযোজনা করছেন কঙ্গনা। তবে এবার ওটিটি প্ল্যাটফর্মে।

মণিকর্ণিকার মতো এই ছবিতেও সাফল্য পাবেন বলে আশাবাদী পর্দার কুইন। অন্যদিকে কঙ্গনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নাওয়াজ নিজেও বেশ খুশি। নাওয়াজের কথায় কঙ্গনা খুবই ভালো অভিনেতা। তাঁর সঙ্গে কাজ করতে ভালো লাগবে। সূত্রের খবর অনুযায়ী প্রথমে এই সিনেমার জন্য প্রয়াত অভিনেতা ইরফান খানকে পছন্দ করা হয়েছিলো। তবে অভিনেতার প্রয়াণের পর নাওয়াজউদ্দিন সিদ্দিকীকে সই করানো হয়। সব মিলিয়ে কঙ্গনা এবং নাওয়াজের জুটি দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।