Sunday, December 7, 2025
HomeEntertainmentশিক দাঙ্গার আশঙ্কায় কঙ্গনার ‘ইমার্জেন্সি’ ল্যন্ডিংয়ে আপত্তি 

শিক দাঙ্গার আশঙ্কায় কঙ্গনার ‘ইমার্জেন্সি’ ল্যন্ডিংয়ে আপত্তি 

- Advertisement -

কঙ্গনা রানাউত (Kangana Ranaut) বর্তমানে তার আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’ (Emergency)-এর জন্য শিরোনামে রয়েছেন। ১৭ জানুয়ারি মুক্তির জন্য প্রস্তুত এই ছবিটি। তবে মুক্তির আগেই নানা বিতর্কের মুখে পড়েছে। সম্প্রতি পাঞ্জাবের শিরোমনি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (SGPC) এই ছবিটি নিষিদ্ধ করার জন্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে (Bhagwant Mann) চিঠি দিয়েছে,যা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

‘ইমার্জেন্সি’ (Emergency) ছবি মুক্তির আগেই পাঞ্জাবে বিতর্কের জন্ম দিয়েছে। SGPC সভাপতি হরজিন্দর সিং ধমি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে (Bhagwant Mann) একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে   তিনি দাবি করেছেন ছবিটি পাঞ্জাবে মুক্তি দেওয়া উচিত নয়। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন ছবিটির মুক্তি পাঞ্জাবের পরিস্থিতি আরও খারাপ করতে পারে। তিনি আরও বলেছেন, “যদি ‘ইমার্জেন্সি’ পাঞ্জাবে মুক্তি পায়, SGPC এর পক্ষ থেকে এর সম্পূর্ণ বিরোধিতা করা হবে।”

   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

হরজিন্দর সিং ধমির মতে কঙ্গনা রানাউতের ছবিতে শিখদের ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এই ছবি শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে অপপ্রচার চালাবে। তার মতে ছবিটি শিখদের সম্মানহানির কারণ হতে পারে, তাই এটি পাঞ্জাবে নিষিদ্ধ করা উচিত। ছবিটি মুক্তির আগেই পাঞ্জাবের বিভিন্ন শহরে এর অগ্রিম বুকিং শুরু হলেও, SGPC এর পক্ষ থেকে এই ছবির বিরুদ্ধে প্রতিবাদ জোরালো হয়েছে।

উল্লেখ্য,বাংলাদেশেও ‘ইমার্জেন্সি’ (Emergency) ছবিটি নিষিদ্ধ করা হয়েছে। আইএএনএস-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে। বাংলাদেশে ছবিটি নিষিদ্ধ করার কারণ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। কঙ্গনা রানাউতের ছবিটি আন্তর্জাতিক ক্ষেত্রেও বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছে।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular