HomeEntertainmentডিনারে ডেকে যৌন হেনস্থা, সরব হলেন কঙ্গনা!

ডিনারে ডেকে যৌন হেনস্থা, সরব হলেন কঙ্গনা!

- Advertisement -

এবার যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন বিশিষ্ট অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut on sexual harassment)। বরাবরই নানান কারণে সংবাদমাধ্যমের শীর্ষে থাকেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। বিভিন্ন কারণে আলোচনা-সমালোচনার ক্ষেত্রে উঠে আসে তারই নাম। যেমন বেশকিছুদিন আগেই তার প্রযোজিত সিনেমা ‘ইমার্জেন্সি’ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। সম্প্রতি সেন্সর থেকে বেশকিছু দৃশ্য কাটছাঁট করার পর তার এই সিনেমাকে U/A সার্টিফিকেট দেওয়া হয়েছে। তবে মুক্তির দিন এখনও প্রকাশ্যে জানা যায়নি।

অভিনেত্রী কঙ্গনা রানাউত সাফ জানিয়েছেন, “যেকোনও উপায়ে মহিলা অভিনেত্রীদের নায়কেরা বাড়িতে ডিনারে ডাকতে চান। এইভাবেই মহিলাদের হেনস্থা করার সুযোগ খোঁজে কিছু মানুষ।” সম্প্রতি মালায়ালম চলচ্চিত্র জগৎ এই হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় হয়ে রয়েছে।

   

একের পর এক অভিনেতা ও পরিচালকের বিরুদ্ধে উঠছে হেনস্থা করার অভিযোগ। কিছুদিন আগেই টলিপাড়ার পরিচালক অরিন্দম শীল এবং অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও মহিলা সহকর্মীকে হেনস্থা করার অভিযোগ উঠেছিল। তবে, বলিপাড়ায় এই নিয়ে কোনও অভিযোগ এখনও প্রকাশ্যে আসেনি। অনেকে মনে করছেন, কঙ্গনার এই মন্তব্য বলিপাড়াতেও হেনস্থার বিষয়কে উস্কে দেবার ক্ষমতা রাখে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular