ফের বিপাকে কঙ্গনা!অভিনেত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)আবারও আদালতের খবরে। তার বিরুদ্ধে আদালত অবমাননার (Contempt Of Court) অভিযোগ উঠেছে। কারণ তিনি একাধিক বার আদালতে…

Kangana-Ranaut

বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)আবারও আদালতের খবরে। তার বিরুদ্ধে আদালত অবমাননার (Contempt Of Court) অভিযোগ উঠেছে। কারণ তিনি একাধিক বার আদালতে হাজির না হয়ে নিজেকে এড়িয়ে গেছেন।

আজ কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) দুটি আদালতে উপস্থিত থাকার কথা ছিল—আগ্রা এবং বুলন্দশহর আদালতে, কিন্তু তিনি কোনো একটিতেও উপস্থিত হননি। এর ফলে আদালত তাকে ২৪ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার জন্য কড়া নির্দেশ দিয়েছে। আদালত স্পষ্টভাবে জানিয়েছে যদি কঙ্গনা পরবর্তী তারিখে আদালতে উপস্থিত না হন, তবে সে ক্ষেত্রে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

   
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut) বুলন্দশহর এমপি/এমএলএ আদালতে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল। ১২ ডিসেম্বর উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি এই তারিখেও আদালতে উপস্থিত হননি। আদালত তার এই অনুপস্থিতিকে অবমাননা (Contempt Of Court) হিসেবে ধরে নিয়ে কঙ্গনাকে আগামী ২৪ ডিসেম্বর আদালতে উপস্থিত থাকতে বলেছে। বাদী পক্ষের দাবি কঙ্গনার এমন মনোভাব আদালতের অবমাননা হিসেবে বিবেচিত হতে পারে।

এই মামলার (Court Case) শুরু হয় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর। প্রবীণ কংগ্রেস নেতা ও আইনজীবী রমাশঙ্কর শর্মা কঙ্গনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও জাতির অবমাননার অভিযোগে বুলন্দশহর আদালতে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয় ২০২৪ সালের ২৬ আগস্ট এক সাক্ষাৎকারে কঙ্গনা রানাউত(Kangana Ranaut) প্রতিবাদকারী কৃষকদের “হত্যাকারী” বলে অপমান করেছিলেন। তিনি মহাত্মা গান্ধী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন, যা দেশের জন্য একটি বিরাট অসম্মানজনক বিষয় হিসেবে উঠে আসে। এই মন্তব্যের প্রেক্ষিতে কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।