বলিউড কুইনের সম্পত্তির পরিমাণ জানালে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি। সেই কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিলেন সেখানেই হিসাবে দিলেন নিজের স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে কত কোটি টাকার দেনা রয়েছে তাঁরও। জানা গেল, প্রায় ৯১ কোটি টাকার সম্পত্তি রয়েছে কঙ্গনার। নগদ থেকে বাড়ি এবং গাড়ির খতিয়ান জমা দিয়েছেন অভিনেত্রী।
আরও জানা গিয়েছে যে কঙ্গনার দেশের তিনটি রাজ্যে জমি বাড়ি রয়েছে। মুম্বইতে রয়েছে তাঁর তিনটি বাড়ি। একটি বাংলো রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা। বছর কয়েক আগে নিজের জন্মভূমি মানালিতে স্বপ্নের বাড়ি তৈরি করেন। তারও বাজারমূল্য প্রায় ১৬ কোটি। এ ছাড়াও চণ্ডীগড়েও বেশ কিছু সম্পত্তি রয়েছে। এ ছাড়া মুম্বইয়ে নিজের প্রযোজনা সংস্থা রয়েছে।
পাশপাশি বাজারে প্রায় ১৭ কোটি টাকার দেনা রয়েছে অভিনেত্রীর। ২০২২-২০২৩ বর্ষে অভিনেত্রীর বার্ষিক আয় ছিল ৪ কোটি। যদিও চলতি বছরে এর মধ্যেই ১২ কোটি টাকা উপার্জন করে ফেলেছেন তিনি।