‘টিকু ওয়েডস শেরু’-র ভুল রিভিউ দেখে ক্ষোভ প্রকাশ কঙ্গনার

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর ছবি ‘টিকু ওয়েডস শেরু’ ২৩ জুন মুক্তি পেয়েছে। ছবিটি সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে। ‘টিকু ওয়েডস শেরু’ ছবিতে নওয়াজউদ্দিন…

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর ছবি ‘টিকু ওয়েডস শেরু’ ২৩ জুন মুক্তি পেয়েছে। ছবিটি সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে।

‘টিকু ওয়েডস শেরু’ ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে দেখা যাবে অবনীত কৌরকে। ছবিটি প্রযোজনা করেছেন কঙ্গনা রানাউত ।

   

কঙ্গনা রানাউতের প্রযোজনার ছবি ‘টিকু ওয়েডস শেরু’ মিশ্র সাড়া পাচ্ছে। এ বিষয়ে কঙ্গনা রানাউত দাবি করেছেন যে তার চলচ্চিত্রকে ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এবং ভুল রিভিউ দেওয়া হচ্ছে।

কঙ্গনা রানাউত তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের গল্পে একটি পোস্ট শেয়ার করেছেন। এতে কঙ্গনা রানাউত লিখেছেন, ‘মানুষ আমাকে মেসেজ পাঠাচ্ছে যে তারা ছবির কবিতা পছন্দ করছে। হ্যাঁ, ছবির সব কবিতা আমি লিখেছি। শুরু হচ্ছে ছবির বিরুদ্ধে প্রচারণা। এটি এখন স্ট্রিমিং হচ্ছে, অনুগ্রহ করে নিজে মুভিটি দেখুন৷’

Advertisements

সাই কবিরের পরিচালনায় ‘টিকু ওয়েডস শেরু’-এ নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং অবনীত কৌরের মধ্যে চুম্বন দৃশ্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল।

উল্লেখ্য, ৪৯ বছর বয়সী নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং ২১ বছর বয়সী অবনীত কৌরের চুম্বন দৃশ্য নিয়ে লোকেদের আপত্তি ছিল। ‘টিকু ওয়েডস শেরু’ ছবিটি কঙ্গনা রানাউতের প্রোডাকশন হাউসের প্রথম ছবি।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News