মুম্বই: কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’ নিয়ে বি টাউনে চর্চা তুঙ্গে৷ বিস্তর টালবাহানার পর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি৷ রুপোলি পর্দায় ভেসে উঠবে এক বিশেষ সময়ে দেশের রাজনৈতিক অস্থিরতার কাহিনী৷ এই ছবির নাম ভূমিকায় রয়েছেন খোদ সাংসদ-অভিনেত্রী৷ ছবি মুক্তির আগে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে ‘ইমার্জেন্সি’ দেখার জন্য আমন্ত্রণ জানালেন কঙ্গনা। এই সিনেমায় কঙ্গনা প্রিয়াঙ্কার ঠাকুমা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। সংসদে প্রিয়াঙ্কার সঙ্গে সাক্ষাতের সময় প্রিয়াঙ্কাকে আমন্ত্রণ জানান তিনি৷ (kangana invites priyanka to watch emergency)
ভালো লাগবে kangana invites priyanka to watch emergency
কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে ‘ইমারর্জেন্স’ দেখার জন্য আমন্ত্রণ জানানো প্রসঙ্গে কঙ্গনা বলেন, “আমি পার্লামেন্টে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করি, এবং প্রথমেই তাঁকে বলেছিলাম, ‘আপকো এমারজেন্সি দেখনি চাহিয়ে (আপনার ইমার্জেন্সি দেখা উচিত)’।” তিনি আরও জানান, প্রিয়াঙ্কা খুবই সৌজন্যমূলকভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন৷ বলেছিলেন, “হ্যাঁ, হয়তো দেখব।” এর পরেই কঙ্গনা তাঁকে বলেন, ‘‘ছবিটি দেখলে আপনার ভালো লাগবে।’’
অত্যন্ত সংবেদনশীল kangana invites priyanka to watch emergency
ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় প্রসঙ্গে কঙ্গনা বলেন, ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রটি অত্যন্ত সংবেদনশীল এবং গভীরতার সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করেছি। তাঁর কথায়, ‘‘আমি মনে করি এটি একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়৷ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের উপস্থাপনা৷ আমি খুব যত্ন সহকারে গৌরবের সঙ্গে ইন্দিরা গান্ধীর চরিত্রকে উপস্থাপন করার চেষ্টা করেছি।’’
কঙ্গনা তার গবেষণা নিয়েও কথা বলেছেন। তিনি জানান, “গবেষণা করার সময়, আমি দেখেছি অনেক সময় তাঁর ব্যক্তিগত জীবন—তাঁর স্বামী, বন্ধুদের সঙ্গে সম্পর্ক এবং বিতর্কিত সমীকরণের উপর বেশি জোর দেওয়া হয়েছে। আমি ভাবলাম, একজন মানুষের মধ্যে আরও অনেক কিছু থাকতে পারে। আমি বিশেষভাবে এই দিকগুলোতে যাওয়ার চেষ্টা করেছি, কারণ নারীদের সম্পর্ক পুরুষদের সঙ্গে এবং অনেক সংবেদনশীল ঘটনার মধ্যে সীমাবদ্ধ থেকে যায়।”
জরুরি অবস্থা kangana invites priyanka to watch emergency
১৯৭৫ সালে দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী৷ ১৯৭৫ থেকে ১৯৭৭— একুশ মাস ধরে জারি জরুরি অবস্থার উপর নির্ভর করেই এই ছবির পটভূমি তৈরি হয়েছে৷ কঙ্গনা রানাউত পরিচালিত এবং অভিনীত এই সিনেমায় আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের এবং শ্রেয়াস তলপড়ে।
Entertainment: Kangana Ranaut’s ‘Emergency’ set to release after much anticipation. The film portrays political turmoil in India, with Kangana playing Indira Gandhi. She invites Congress MP Priyanka Gandhi Vadra to watch. Get the latest updates on this film.