Tuesday, October 14, 2025
HomeEntertainmentKanchan Sreemoyee: মধুচন্দ্রিমায় এসে পৃথিবীতে স্বর্গের খোঁজ পেলেন শ্রীময়ী !

Kanchan Sreemoyee: মধুচন্দ্রিমায় এসে পৃথিবীতে স্বর্গের খোঁজ পেলেন শ্রীময়ী !

বর্তমানে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। মালদ্বীপে (Maldives) গিয়েছেন তাঁরা। সেখান থেকেই নানান ভঙ্গিতে শেয়ার করছেন ছবি।

Advertisements

কয়েকদিন আগেই ছিল অভিনেত্রীর (Sreemoyee Chattoraj) জন্মদিন। তাঁর জন্মদিনের মধ্যরাতে বাবা মা এবং স্বামী কাঞ্চনকে নিয়ে কেক কাটেন অভিনেত্রী। স্বামীর কাছ থেকে পান একটি হাতঘড়ি এবং হাতের চুড়ি। এরপরেই তাঁরা উড়ে যান মালদ্বীপের উদ্দেশ্যে। সেখানেই দ্বিতীয় বারের জন্য জন্মদিন পালন করেন অভিনেত্রী।

Advertisements

অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া খুললে বোঝা যাচ্ছে বর্তমানে মালদ্বীপের (Maldives) একটি বিলাসবহুল রিসোর্টে রয়েছেন এই দম্পতি। এই রিসোর্টের পাশেই রয়েছে নীল সমুদ্র। এই রিসোর্টে থাকা কালীন একেক দিন একেক পোশাকে দেখা যাচ্ছে তাদের। ছুটির প্রথম রাত্রে শ্রীময়ী পড়েছিলেন লাল শাড়ি এবং কাঞ্চন পড়েছিলেন লাল পাঞ্জাবি। অন্য সময় শ্রীময়ীকে কখনও দেখা গেছে লাল মনোকিনি পরে সুইমিং পুলে জলকেলী করতে আবার কখনও একটি ফুল আঁকা পোশাক পড়া রিসোর্টের ভেতরে হাঁটতে । একটি ছবিতে কাল পোশাকে দেখা যাচ্ছে শ্রীময়ীকে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “পৃথিবীতে স্বর্গের এক ঝলক।”

কল্কির ভয়ে পালিয়ে গেলেন অজয়! স্থগিত ‘অরন মে কাহান দম থা’র মুক্তি !

এই বছর ১৪ ফেব্রুয়ারী গাঁটছড়া বাঁধেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। বিয়ের পর তারকাজ্জল রিসেপশনও দিয়েছিলেন তাঁরা। জামাইষষ্ঠীর দিনে অভিনেত্রী অভিযোগ করেছিলেন যে ব্যস্ততার কারণে মধুচন্দ্রিমায় (Honeymoon) যাওয়া হয়নি তাদের। অবশেষে তার স্বাধ মেটালেন স্বামী কাঞ্চন।

কয়েকদিন আগেই তাজপুর ঘুরতে গিয়েছিলেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ এর শুটিংয়ে গিয়েছিলেন অভিনেতা। শুটিংয়ের ফাঁকে স্ত্রীকে নিয়ে সমুদ্রসৈকতে সময় কাটান অভিনেতা। করেন খাওয়া-দাওয়াও। সেই সময়ই শ্রীময়ী জানিয়েছিলেন যে খোঁজ চলছে হানিমুনের উপযুক্ত স্থানের। বুধবার মালদ্বীপে এসে যেন আদর্শ ভ্রমণের স্থান খুঁজে পেলেন তিনি। 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments