টলিউডের চর্চিত দম্পতিদের মধ্যে অন্যতম কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) । এই তারকাদম্পতির জীবনে আধ্যাত্মিকতা ও ধর্মের গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। সম্প্রতি মহাকুম্ভ মেলা থেকে অমৃতস্নান করে ফেরার পর, এবার মহাশিবরাত্রি (Mahashivratri 2025) উদযাপনে তাঁরা ব্যস্ত।
এ বছরের মহাশিবরাত্রি (Mahashivratri 2025) উপলক্ষে কাঞ্চন এবং শ্রীময়ী বিশেষ প্রস্তুতি নিয়েছেন। শ্রীময়ী এই বছর বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছেন। তিনি বেনারস থেকে শিবলিঙ্গ নিয়ে এসেছেন এবং বাড়িতে যজ্ঞ করে তা প্রতিষ্ঠা করেছেন। তাঁর মতে শিব অল্পেই তুষ্ট হন এবং তাঁর বিশ্বাস, কাঞ্চনও তেমনই।
মহাশিবরাত্রি (Mahashivratri 2025) প্রসঙ্গে শ্রীময়ী (Sreemoyee Chattoraj) এক সংবাদমাধ্যমের কাছে বলেছেন, “কাঞ্চনই আমার শিব।” শ্রীময়ীর কথায়, কাঞ্চন মল্লিক তাঁর দীর্ঘ চোদ্দ বছরের তপস্যার ফল। তাঁরা মনে করেন, তাঁদের জীবনের বিশেষ প্রতিটি মুহূর্তই ঈশ্বরের আশীর্বাদে পূর্ণ।
শ্রীময়ী (Sreemoyee Chattoraj) আরও বলেন, “আমার স্বামী কাঞ্চন সব সময় মুখচোরা, কিন্তু তেমনই আমাকে জানিয়ে দেয় সব কিছু। আমি যেভাবে শিবকে সম্মান করি, তেমনি কাঞ্চনকেও আমি আমার জীবনের শিব মনে করি।” তিনি আরও বলেন, “আমার মনে হয়, তিনি আমার সঙ্গে সবসময় রয়েছেন এবং আমাকে শক্তি দেন।”
শ্রীময়ী (Sreemoyee Chattoraj) জানান, তাঁর শৈশব থেকেই শিবভক্তি ছিল এবং তিনি নিয়মিত শিব পুজো করেন। গত কয়েক বছর ধরে তিনি কাঞ্চনের সঙ্গে কালীঘাটের নকুলেশ্বর ভৈরব মন্দিরে শিবরাত্রি পালন করতেন। কিন্তু এবার তাঁদের বাড়িতে আয়োজিত শিবরাত্রি হবে বিশেষভাবে। শ্রীময়ী ও কাঞ্চন একসঙ্গে শিবলিঙ্গে পুজো নিবেদন করবেন।
উল্লেখ্য গত বছরে ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসে আইনি বিয়ে সেরে ফেলেন কাঞ্চন (Kanchan Mullick) ও শ্রীময়ী (Sreemoyee Chattoraj) । এরপরে ২৫ মার্চ তারা সামাজিক বিয়ে সম্পন্ন করেন। তবে আইনি বিয়ের সাড়ে ৮ মাস পর তাদের প্রথম সন্তান জন্ম নেয়, যার নাম রাখা হয় কৃষভি। বর্তমানে এই ছোট্ট সন্তানের সঙ্গেই তাদের সুখের সংসার ।