Srabanti Chatterjee: বাড়ির পুজোয় মনের মানুষের সঙ্গে শ্রাবন্তী

Srabanti Chatterjee

গতকাল ছিল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বাড়িতে কালিপুজো। পুজো উপলক্ষ্যে নায়িকার বাড়িতে হাজির ছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই ( Srabanti Chatterjee ) । ছিলেন মদন মিত্র। আর এসবের মাঝে বারবার চোখে পরছিল শ্রাবন্তী ও অভিরূপ নাগচৌধুরীর কেমিস্ট্রি। বাড়ির পুজোয় পরিবারের সঙ্গে থাকলেও মাঝে মাঝেই নাকি দু’জনকে দেখা যাচ্ছিল একন্তে। শুধু তাই নয় বাড়ির ছেলের মতো অতিথিদের আপ্যায়নও করছিল অভিরূপ।

Srabanti Chatterjee

   

শার্টের বোতাম খুলে ‘সমাজে’ আগুন জ্বালালেন দেবলীনা

আরও একবার সম্পর্কে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নতুন করে অভিরূপ নাগচৌধুরীর প্রেমে পরেছেন নায়িকা ( Srabanti Chatterjee ) । বাইপাসের ধারের একই বহুতল আবাসনে থাকেন তাঁরা। মাসখানেক আগে অভিরূপের পরিবারের সদস্যদের সঙ্গে ডিনারে গিয়েছিলেন অভিনেত্রী।

মিমি থেকে শুভশ্রী, নুসরত বিকিনিতে সাহসী টলিউডের ৭ নায়িকা

Srabanti Chatterjee

সম্প্রতি শ্রাবন্তীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল ভরে গিয়েছে, নায়িকার দুবাই বেড়াতে যাওয়ার ছবিতে। টলিপাড়ার গুঞ্জন শুধু অভিনেত্রী নন, তার সঙ্গে রয়েছেন অভিরূপ নাগচৌধুরীও।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন