kacha badam bhuban badhakar: আর নয় বাদাম বিক্রি! এবার থেকে বাদাম কাকু হবেন ‘পাব সিঙ্গার’

kacha badam bhuban badhakar

‘ইংরেজ তো চালে গায়ে, পিছে ইনকো ছোড় গেয়ে’ – উক্তিটি শুনেছেন নিশ্চয়ই। এমন কিছু জায়গা বা জিনিস আছে যা দিয়ে আজও মানুষের ‘স্টেটাস’ মাপা হয়। যেমনটা কলকাতার বিখ্যাত ‘সামপ্লেস এলস’ ক্লাব। সবাই যেতে না পারলেও, কমবেশি ‘বাবুদের’ পাব কাম বার এই সামপ্লেস এলস ক্লাবের নাম শুনেছেন নিশ্চয়! এই ক্লাব এখন লাইমলাইটে আছে। কেন জানেন?

সম্প্রতি একটি পাঁচতারা হোটেলে নিজের গান ‘কাঁচা বাদাম’ গাইলেন ভুবন। পাঁচতারা হোটেলে পারফর্ম করার সময় তিনি সকলের সামনে দাঁড়িয়ে বলেন যে তিনি বীরভূমের মানুষ। খুব একটা জ্ঞান নেই তাঁর। তবে তিনি আশা করছেন যে সকলের ভালোবাসা তিনি পাবেন। এরপর তিনি সকলের মনোরঞ্জন করতে সেই চিরপরিচিত ট্রেন্ডিং গান ‘কাঁচা বাদাম’ গেয়ে ওঠেন। আর সেটা শুনেই সকলে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে ওঠে এবং হাততালি দিয়ে ওঠে। সেই ভিডিও সম্প্রতি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিন শুধু ভুবন নন, তাঁর সঙ্গে রয়েছেন আরো কিছু তারকা। এমনকি সকলেই ভুবনের সঙ্গে কাঁচা বাদাম গানেই নাচ করেন।

   

এরপরেই এক সাক্ষাৎকারে ভুবন বলেন যে মানুষের ভালোবাসায় তিনি আজ এতদূর এসেছেন এবং সেই সাফল্য পেয়েছেন। তিনি নতুন কোন গান বানিয়েছেন কিনা এই প্রশ্ন করা হলে তিনি সঙ্গে সঙ্গে তাঁর উত্তর দিয়ে দেন। তিনি তাঁর সদ্য বানানো আরও একটি নতুন গান শুনিয়ে দেন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন