“জাস্টিস বিগিনস অ্যাট হোম” গৃহিনীদের কাজের পরিবেশ নিয়ে সরব দেবলীনা, কী বললেন অভিনেত্রী?

টলিউড অভিনেত্রী দেবলীনা দত্ত(Debolina Dutta) বরাবরই স্পষ্টবাদী। অন্যায় দেখলে তার প্রতি সরব হয়ে ওঠেন অভিনেত্রী। কলকাতার আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশ। এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদের ঝড় উঠেছে সব মহলে।

Advertisements

এই তালিকায় বাদ যায়নি বিনোদন জগতও। রাস্তায় নেমেছেন বিনোদন জগতের একাংশ। প্রথম থেকেই এই ঘটনার প্রতিবাদে দেখা মিলেছিল অভিনেত্রী দেবলীনা দত্তকে। আরজি কর কান্ডের পরে কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা নিয়ে নানা প্রশ্ন ওঠে। এই আবহে বাড়িতে গৃহিনীদের কাজের পরিবেশ নিয়ে সরব দেবলীনা।

   

অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে বলেন, ‘আমরা সবাই জানি জাস্টিস বিগিনস অ্যাট হোম। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। তিলোত্তমার ঘটনার পর থেকে কাজের জায়গায় নিরাপত্তা নিয়ে খুবই ভাবিট সবাই। এটা মাথায় রাখতে হবে প্রতিটা হোমমেকারের কাজের জায়গা কিন্তু আমাদের বাড়ি। তাই বাড়িতে কোনও অন্যায় ঘটলে সেটার প্রতিবাদ করার দায়িত্ব আমার।

Advertisements

এবং হোমমেকারকে বিচার দেওয়ার দায়িত্ব আমার। যতদিন না তিলোত্তমা বিচার পাচ্ছে ততদিন আমরা মনে রাখব উই ডিম্যান্ড জাস্টিস। এই কথাটা আমরা আমাদের বাড়ির বাইরে, ভিতরে, দরজায়, দেওয়ালে, পছন্দের কোণে যে কোনও কোথাও নিজের মতো করে সুন্দর করে লিখে লাগিয়ে রাখব। আমি রাখব আমার বাড়িতে, আপনাদের ইচ্ছে হলে আপনারাও রাখবেন। উই ডিম্যান্ড জাস্টিস।’