Ushasie: ছোটপর্দার পর ‘জুন অ্যান্টি’ রাজত্ব করছেন নেট দুনিয়ায়

june aunty

নায়ক-নায়িকার পাশাপাশি এখন খলনায়ক-খলনায়িকারাও দর্শক মনে বেশ জায়গা করে নিয়েছে। বিশেষ করে ধারাবাহিকের চরিত্ররা। সন্ধ্যা নামলেই উমা, পিলু, মিঠাই, গুনগুন ইত্যাদি বিভিন্ন চরিত্ররা ভিন্ন ভিন্ন সময় ঢুকে পরে ড্রয়িংরুমে। টিভির পর্দায় রোজ তাদের গল্প দেখতে দেখতে, কখনও এই সব চরিত্ররা কাছের হয়ে যায় বুঝতে পারে না দর্শকমন। তাই যখন সিরিয়াল শেষ হয়ে যায় মন কেমনের সুর বাজে। সেই ছিন্ন বীনার সুরের টানেই ফিরে এসেছেন জুন অ্যান্টি (june aunty)।

কেন ডিভোর্স করলেন? এতদিন পর মুখ খুললেন তিয়াসা

   

জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলীর লেখা ‘শ্রীময়ী’ একসময় বাংলার ঘরে ঘরে রাজত্ব করেছে। দীর্ঘ আড়াই বছর ধরে বাঙালি দর্শকদের বিনোদনের অঙ্গ হয়ে উঠেছিল এই ‘শ্রীময়ী’। এই ধারাবাহিকে শুধু নায়ক রোহিত সেন ও নায়িকা শ্রীময়ী নন খল চরিত্র জুন আন্টিও ভীষণ জনপ্রিয় দর্শকমহলে। তাই সিরিয়াল শেষ হয়ে গেলেও তাকে এখনও পর্যন্ত ভুলতে পারেননি কেউই। জুন আন্টির ভক্তরা অভিনেত্রী কে একাধিকবার জানিয়েছেন তারা ভীষণ মিস করছেন জুন আন্টিকে। প্রায়শই অভিনেত্রীর কাছে আবদার আসে জুন আন্টি হিসেবে ফিরে আসতে। দর্শকদের এই অনুরোধে রেখে খল-নায়িকা তার ফেসবুক ওয়ালে একটি ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশন ‘নতুন অবতারে ফিরে আসলেন জুন আন্টি’।

সম্পর্কে ভাঙন! বিচ্ছেদের পথে নীল-তৃণা

আসলে জুন আন্টির পুরনো একটি দৃশ্যের অভিনয় করেছেন উষসী চক্রবর্তী। সেখানে তাকে পুরো জিনিসটা রিক্রিয়েট করতে দেখা যাচ্ছে। তার সেই চোখ মুখ বাঁকিয়ে কথা বলা দেখে মানুষ ভীষণ খুশি। সকলেই কমেন্ট বক্সে তাকে বাহবা জানাচ্ছেন আবার নতুন রূপে ফিরে আসার জন্য।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন