HomeEntertainmentদীপিকা বা আলিয়া নন ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী কে জানেন?

দীপিকা বা আলিয়া নন ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী কে জানেন?

- Advertisement -

সম্প্রতি সামনে এসেছে ২০২৪ সালের সবচেয়ে ধনী তারকাদের তালিকা। এই তালিকায় এমন এক অভিনেত্রীর নাম উঠে এসেছে যিনি বর্তমানে সিনেমা থেকে প্রায় অনেকটাই দূরে রয়েছেন। তিনি সিনেমা থেকে দূরে থাকলেও ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী।

ইনি দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) বা আলিয়া ভাট (Alia Bhatt) নন, নব্বই দশকের একজন সুন্দরী অভিনেত্রী। কী ভাবছেন কার কথা বলছি? তিনি আর কেউ নন নব্বই দশকের সুন্দরী অভিনেত্রী জুহি চাওলা(Juhi Chawla) । হুরুন রিচ লিস্ট অনুসারে ভরতের সবচেয়ে ধনী অভিনেত্রী জুহি চাওলা (Juhi Chawla) । বলিউড বাদশা শহারুখের (Shah Rukh Khan) পরে ভরতের সবচেয়ে ধনী শিল্পী হলেন তিনি।

   

হুরুন রিচ লিস্ট ২০২৪ অনুসারে, শাহরুখ খানের মোট সম্পদ হল $৮৭০ মিলিয়ন অর্থাৎ ৭,৩১০কোটি টাকা। অন্যদিকে জুহি চাওলা (Juhi Chawla) মোট সম্পদ $৫৮০ মিলিয়ন অর্থাৎ ৪৬০০ কোটি টাকা
প্রসঙ্গত জুহি চাওলা (Juhi Chawla) ২০০১ সালে তার মেয়ের জন্মের পর থেকে অভিনয় থেকে কিছুটা বিরতি নেন। এরপর তাকে ‘মাই ব্রাদার নিখিল’, ‘বাস এক পাল’, ‘স্বামী’, ‘ভূতনাথ’, ‘লাক বাই চান্স’, ‘সন অফ সরদার’, ‘গুলাব গ্যাং’ মতো ছবিতে দেখা গিয়েছে। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে ‘দ্য রেলওয়ে মেন’ সিরিজে।

জুহি চাওয়লার আয়ের উৎস:

জুহি চাওলা (Juhi Chawla) সিনেমা এবং ওয়েব সিরিজ থেকে প্রচুর টাকা ইনকাম করেছেন । এর পাশিপাশি অভিনেত্রীর সবচেয়ে বেশী আয়ের উৎস হল ব্যবসায় বিনিয়োগ। শাহরুখ খানের (Shah Rukh Khan) প্রযোজনা সংস্থা রেড চিলিস গ্রুপে জুহির অংশীদারিত্ব রয়েছে।

এছাড়াও, তিনি আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের (KKR) সহ-মালিক। রিয়েল এস্টেট ব্যবসায়ও বিনিয়োগ করেন অভিনেত্রী। এছাড়াও জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহতার সঙ্গে আরও অনেক ব্যবসার পরিচালনা করেন। অনেক ব্যান্ডকে অনুমোদন করেন। যার জেরে কোটি কোটি টাকা আয় করেন।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular