Saturday, December 6, 2025
Home Entertainment হেনস্থায় অভিযুক্ত জনপ্রিয় কোরিওগ্রাফার জনি মাস্টারের জাতীয় পুরস্কার প্রত্যাহার করল কেন্দ্র

হেনস্থায় অভিযুক্ত জনপ্রিয় কোরিওগ্রাফার জনি মাস্টারের জাতীয় পুরস্কার প্রত্যাহার করল কেন্দ্র

- Advertisement -

যৌন হেনস্থার অভিযোগে জনি মাস্টার (Johnny Master) জাতীয় পুরস্কার বাতিল করল কেন্দ্র। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই কোরিওগ্রাফার হিসাবে বেশ সুপরিচিত নাম জনি মাস্টার। যাঁর শাইক জনি বাশা। জনি বর্তমানে জেলে রয়েছে তার বিরুদ্ধে পকশো আইনে মামলা করা হয়েছে।

Advertisements

‘তিরুচিত্রম্বলাম’ ছবির গান ‘মেঘম করুককথা’র জন্য সেরা কোরিওগ্রাফার হিসাবে জাতীয় পুরস্কার জিতেছিলেন জনি মাস্টার (Johnny Master) । শুক্রবার, কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেল বিবৃতি দিয়ে জানানো হয়, জনি মাস্টারের এই জাতীয় পুরস্কার প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

   

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিবৃতি দেওয়া চিঠেতে লেখা রয়েছে,‘অভিযোগের গুরুতরতা এবং বিষয়টি বিচারাধীন হওয়ার পরিপ্রেক্ষিতে, কর্তৃপক্ষ ২০২২ সালের (তিরুচিত্রম্বলম ছবির জন্য) সেরা কোরিওগ্রাফির জাতীয় চলচ্চিত্র পুরস্কার শাইক জনি বাশার থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

প্রসঙ্গত, জনি মাস্টারে (Johnny Master) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন তার সহকারি এক কোরিওগ্রাফার। তিনি পুলিশকে জানান মুম্বাইতে একটি কাজের সময় জনি মাস্টার তার সঙ্গে যৌন হেনস্থা করেন। বিষয়টি বাইরের কাউকে না জানানোর হুমকি দেন জনি। এই অভিযোগের ভিত্তিতে গত ৯ সেপ্টেম্বর পুলিশ গোয়া থেকে জনি মাস্টারকে গ্রেফাতর করে। এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন কোরিওগ্রাফার জনি মাস্টার।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular