Jisshu sengupta : রাশ্মিকার সঙ্গে স্ক্রিন শেয়ার বাংলার যিশুর

পাখা লেগেছে যিশুর স্বপ্নের উড়ানে। বেশ অনেকদিন ধরেই বলিউডের পাশাপাশি বলিউড এবং দক্ষিণী ছবিতে অভিনয় করছেন তিনি। সেই সফরে এবার তিনি পুষ্পা খ্যাত নায়িকা রশ্মিকা মন্দনার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।

যিশুকে দেখা যাবে তেলুগু বিগ বাজেট ছবি সীতা রমম-এ। ছবিতে যিশু রয়েছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে, এমনই সূত্রের খবর৷ ছবির পরিচালক হানু রাঘাবাপুড়ি৷ সীতা রমম মুক্তি পাচ্ছে ৫ অগাস্ট। ছবিতে রয়েছেন ম্রুণাল ঠাকুর, দিলকর সলমন, রশ্মিকা মন্দনা৷ এই ছবির মধ্যে দিয়ে তেলুগু ছবিতে ডেবিউ করছেন ম্রুণাল। রয়েছে চিরঞ্জিবী অভিনীত আচার্যও।

   

সিনেমার পাশাপাশি যিশুকে দেখা যাবে হিন্দি ওয়েব সিরিজেও। তিনি স্ক্রিন শেয়ার করছেন করিশ্মা কাপুরের সঙ্গে৷ নাম ব্রাউন। নিজেই সে কথা ভক্তদের জানিয়েছেন যিশু৷ ব্রাউনের পরিচালক অভিনয় দেও। বাংলাতেও বেশ কিছু ভাল প্রোজেক্টে রয়েছে যিশুর হাতে৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন