Jisshu Sengupta: পুষ্পার বিপরীতে যীশুকে নতুন ভূমিকায় দেখতে পাবে বাংলার দর্শক

“পুষ্পা পুষ্পারাজ মে ঝুকেগা নেহি শালা” সিনেমা ইন্ডাস্ট্রি কাঁপানো এই ডায়লগটি বর্তমানে সিনেমা প্রেমীদের ঠোঠস্ত। গত বছরের ডিসেম্বর মাসের মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্য রাইস’ সিনেমাটি তৎকালীন…

Jisshu Sengupta

“পুষ্পা পুষ্পারাজ মে ঝুকেগা নেহি শালা” সিনেমা ইন্ডাস্ট্রি কাঁপানো এই ডায়লগটি বর্তমানে সিনেমা প্রেমীদের ঠোঠস্ত। গত বছরের ডিসেম্বর মাসের মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্য রাইস’ সিনেমাটি তৎকালীন সময় বহুল জনপ্রিয় হয়েছিল দর্শকদের কাছে। তামিল ভাষার সিনেমাটির গান বাংলা-হিন্দিসহ বিভিন্ন ভাষাতেও ভীষণ জনপ্রিয়তা লাভ করেছিল।মত্ত হয়ে উঠেছিল ছোট থেকে বড় সকল বয়সের মানুষেরাই।

Advertisements

বর্তমানে জানতে পারা যাচ্ছে, এই সিনেমারই দ্বিতীয় অধ্যায় আসতে চলেছে খুব শীঘ্রই। ইতিমধ্যেই সিনেমার নাম মুক্তি পেয়েছে দর্শকদের কাছে, নাম হল ‘পুষ্পা:- দ্য রুল’। এমনকি এই সিনেমা সম্বন্ধেও জানতে পারা গিয়েছে যে, বাংলা সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত আসন্ন এই তামিল ভাষার সিনেমাতে ভিলেনের ভূমিকায় অভিনয় করতে দেখতে পাওয়া যাবে।

   

প্রাথমিকভাবে এই সিনেমাতে তামিল অভিনেতা বিজয় সেতু পাথিকে এই ভিলেনের রোলটি অফার করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে জানা গিয়েছে, অভিনেতা তার অন্য সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকবেন বলে তিনি এই সিনেমাতে অভিনয় করতে পারবেন না। পরিচালক সুকুমার এর পরিচালনায় নভেম্বর মাসে এই সিনেমার শুটিং শুরু হবে। এই সিনেমার মিউজিক ডিরেক্টর রকস্টার ডিএসপি।