বিচ্ছেদের মাঝে সুখবর!বলিউড খিলাড়ির সতীর্থ হবেন যিশু, কিন্তু কোন ছবিতে?

টলিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ (Jisshu Sengupta),বাংলার পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা শক্ত করেছে। তবে এবার বলিউডে নিজের জায়গা পাকা করতে প্রস্তুত অভিনেতা। হ্যাঁ ঠিকই…

Jisshu Sengupta,Bhoot Bangla,Priyadarshan,Akshay Kumar

টলিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ (Jisshu Sengupta),বাংলার পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা শক্ত করেছে। তবে এবার বলিউডে নিজের জায়গা পাকা করতে প্রস্তুত অভিনেতা। হ্যাঁ ঠিকই শুনছেন দীর্ঘদিন পর আবার হিন্দি ছবিতে অভিনয় করবেন যিশু। তবে এবারে রয়েছে বড় চকম সরাসরি বলিউড খিলাড়ির সতীর্থ হবেন যীশু। বলিউডের জনপ্রিয় জুটি অক্ষয় কুমার(Akshay Kumar) ও পরিচালক প্রিয়দর্শন (Priyadarshan) আসছেন তাদের নতুন ছবি ‘ভূত বাংলো’(Bhoot Bangla) নিয়ে। এই ছবি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে যিশুকে । তবে এখনো তাঁর চরিত্রের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) সাধারণত বাংলা ছবিতে পজিটিভ চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু, দক্ষিণী ছবিতে তাঁকে প্রায়ই ভিলেন হিসেবে দেখা গেছে। দক্ষিণী ছবির দর্শকরা জানেন, যিশু যে কোনও চরিত্রে অভিনয় করলেও, তাঁর অভিনয় দর্শকের মন ছুঁয়ে যায়। এবার, তিনি প্রমাণ করতে যাচ্ছেন, কেন দক্ষিণী ছবিতে তাঁকে এত গুরুত্বপূর্ণ চরিত্র দেওয়া হয়। ‘ভূত বাংলা’(Bhoot Bangla) ছবির মধ্যে তিনি এমনই এক চরিত্রে অভিনয় করবেন, যা দর্শকদেরকে চমকে দেবে।

   

প্রসঙ্গত,অক্ষয় ও প্রিয়দর্শন ২০০৭ সালের সাফল্যপ্রাপ্ত ছবি ‘ভুল ভুলাইয়া’র পর এবার তারা আবার একসঙ্গে কাজ করছেন, যা দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে। ‘ভূত বাংলা’(Bhoot Bangla) ছবিটি এমন একটি থ্রিলার মিশ্রিত কমেডি ফর্ম্যাটে তৈরি হচ্ছে, যা সিকুয়েল হিসেবে ‘ভুল ভুলাইয়া’র পর আরও বেশি রোমাঞ্চকর হতে চলেছে।

তবে, যিশুর (Jisshu Sengupta) চরিত্রের ব্যাপারে এখনও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, যা ছবির রহস্যকে আরও বাড়িয়ে দিয়েছে। যদিও, তার সঙ্গে ছবিতে কাজ করবেন তব্বু এবং ওয়ামীকা, যাদের উপস্থিতি এই ছবির এক নতুন মাত্রা যোগ করবে। তব্বু নিজেই সুখবর দিয়েছেন। শুটিংয়ের প্রথম দিনের ছবিটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে টাবু লিখেছেন, “আমরা এখানে তালাবদ্ধ। দৃশ্য নম্বর 83, শট নম্বর 5 এবং নিন নম্বর 1।  আগামী বছর ২০২৬ সালে ছবিটি মুক্তি পেতে পারে।”

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Tabu (@tabutiful)

উল্লেখ্য, এর আগে অক্ষয় কুমার (Akshay Kumar) ও প্রিয়দর্শন (Priyadarshan) জুটি ‘হেরা ফেরি’ এবং ‘ভুল ভুলাইয়া’ মতো হিট ছবি উপহার দিয়েছেন। ছবিগুলো এখনও দর্শকদের মনে গেঁথে আছে। এবার সেই জুটিটি ফিরছে ‘ভূত বাংলা’(Bhoot Bangla) -এর মাধ্যমে। আশা করা যাচ্ছে এই ছবি আবারও দর্শকদের হাসির ঝড় তুলবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই