শ্রাবন্তীর জীবনে নতুন ‘শিব’? অভিনেত্রীর পোস্টে ঘিরে জল্পনা!

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ও জীতু কমল (Jeetu Kamal) সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে। অনুরাগীরা আগ্রহী শ্রাবন্তী কি সত্যিই জীতু কমলের…

jeetu-kamal-srabanti-chatterjee-shivratri-post-relationship-rumors

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ও জীতু কমল (Jeetu Kamal) সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে। অনুরাগীরা আগ্রহী শ্রাবন্তী কি সত্যিই জীতু কমলের সঙ্গে সম্পর্কের মধ্যে রয়েছেন? যদিও শ্রাবন্তী বা জীতু এ বিষয়ে এখনও কোন মন্তব্য করেননি। তবে তাদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেটা ইতিমধ্যেই স্পষ্ট। সম্প্রতি শিবরাত্রির দিন (Mahashivratri 2025) শ্রাবন্তীর ইনস্টাগ্রাম স্টোরি তাদের সম্পর্কের গুঞ্জনে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। 

jeetu-kamal-srabanti-chatterjee-shivratri-post-relationship-rumors

   

শিবরাত্রির দিন (Mahashivratri 2025) শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছে। ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জীতু কমলের মুখের আদলে তৈরি একটি শিব ঠাকুরের ছবি দেখা যায়। এই পোস্ট দেখে অনুরাগীদের মধ্যে তীর্ব জল্পনা শুরু হয়েছে। অনেকই ভেবেছেন, “কী? তাহলে কি জীতু কমলই শ্রাবন্তীর শিব?”। 

srabanti-chatterjee-speaks-jeetu-kamal-new-relationship-babusona-trailer-launch

শ্রাবন্তী (Srabanti Chatterjee) এবং জীতু কমলের (Jeetu Kamal) সম্পর্ক নিয়ে নানা রকম গুঞ্জন ছড়িয়েছে আগেও। এর আগে, ‘বাবুসোনা’ ছবির প্রচারে একাধিকবার এই দুই তারকাকে একসঙ্গে ক্যামেরার সামনে দেখা গেছে। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক নিয়ে একাধিক রটনা তৈরি হয়েছে। কিন্তু কোনওদিনই তারা সরাসরি তা অস্বীকার করেননি বা সেভাবে কিছু বলেননি। গত বছর যখন জীতু কমলের সঙ্গে শ্রাবন্তীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, তখন থেকেই টলিউডে একাধিক গুঞ্জন শুরু হয়েছিল। তবে সম্প্রতি শিবরাত্রির দিন শ্রাবন্তীর সেই ছবি, যেখানে জীতুর আদলে শিব ঠাকুরের ছবি শেয়ার করেছেন, সেটি নেটিজেনদের মধ্যে নানা জল্পনা শুরু করেছে।

এটি কি শুধুই একটি প্রচারণার অংশ? নাকি বাস্তবেই তাদের সম্পর্ক কিছুটা এগিয়ে গিয়েছে? এমন প্রশ্ন উঠছে। অনেকে মনে করছেন, হয়তো বক্স অফিসে ‘বাবুসোনা’-র সাফল্যের জন্য এই ধরনের পোস্ট।