Jeet: রিল নয় রিয়েল লাইফ লাভস্টোরি দেখাবেন জিৎ

jeet

‘ভালাবাসা ভালবাসে শুধুই তাকে ভালবাসায় ভালবেসে বেঁধে যে রাখে’ কথাটা খুবই সত্যি। আর এসব সত্যি ভালবাসার কাহিনি নিয়ে আসছে জিৎ (jeet)। ফুল ফুটুক না ফুটুক গোটা বছর বসন্ত বিরাজ করবে টিভির পর্দায়। সৌজন্যে ‘ইসমার্ট জোরি’। নেপথ্যে স্টারজলসা। আর সঞ্চালনায় জিৎ। ভালবাসার খোঁজে

সদ্য প্রকাশিত শো-এর প্রচার ঝলক। সেখানে দুধসাদা পোশাকে যেন স্বপ্নের ফেরিওয়ালা অভিনেতা। কখনও তাঁর নেপথ্যে তাজমহল। কখনও তিনি সাদা পৌঁছে গিয়েছেন গোলাপ বাগানে । জিতের কথায়, ‘ প্রেমে ফিরছেন তিনি! রিল লাইফে প্রেমিকের অভিনয় করতে করতে, তাঁর মন রিয়েল লাইফে প্রেমের সাক্ষী হতে চেয়েছে। সেই ইচ্ছে থেকেই খুব শিগগিরিই টেলিভিশনের পর্দায় ‘রিয়্যালিটির রোমান্স’ আনতে চলেছেন। যার দৌলতে স্টার জলসা ম’ম করবে ভালবাসার সৌরভে। হদিশ মিলবে বাস্তবের যুগলদের। তাঁদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে ‘ইসমার্ট জোড়ি’।’

   

মারণভাইরাসের দাপটে সিনেমা ইন্ডাস্ট্রি কার্যত বিপর্যস্ত। উল্টো দিকে অতিমারির ফলে ছোট পর্দার জৌলুস এখন দিনে দিনে বাড়ছে। তাছাড়া ইদানীং বড়পর্দায় ছবিমুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, সেখানে ছোট পর্দায় রয়েছে বিরাট সংখ্যক দর্শকের উপস্থিতি। একজন তারকার কাছে দর্শকের কাছে পৌঁছনোই সবচেয়ে বেশি গুরুত্ব রাখে। যেকারণে জিৎ, দেব বা আবীর চট্টোপাধ্যায়ের মতো তারকাদের ছোট পর্দায় উপস্থিতি।

উল্লেখ্য, জিতের সিনেমা হলে মুক্তি পাওয়া শেষ ছবি ‘বাজ়ি’। আগামী সিনেমা ‘রাবণ’ মুক্তি পাবে এ বছর ইদে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন