Jeet: ইদের আনন্দে বিশেষ পদক্ষেপ জিতের, এই উপহার দিলেন ফ্যানেদের

Jeet

Jeet: বাংলা সিনেমায় এবার সুপারবাইক ধামাকা। ইদেই সেই ধামাকার পর্দা উন্মোচন করলেন জিৎ। দেখালেন দারুণ ঝলক। যা দেখে চক্ষু চড়ক হতে পারে আপনারও।

Advertisements

উল্লেখ্য, বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি একটি সিনেম্যাটিক বিপ্লবের দ্বারপ্রান্তে রয়েছে, এবং জিৎজ ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেডের আসন্ন ছবি, সুপারস্টার জিৎ এবং রুক্মিণী অভিনীত ‘বুমেরাং’ বাংলা ছবির ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য উদ্যোগগুলির মধ্যে একটি হতে চলেক্যে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা সৌভিক কুন্ডু, যিনি সিনেবট প্রযুক্তির যুগান্তকারী ব্যবহার এবং একটি ভবিষ্যৎ বাইকের মাধ্যমে নতুন শিল্পের মান স্থাপন করেছেন। এই মুগ্ধকর সিনেমাটিক অভিজ্ঞতার অপেক্ষা আর মাত্র কিছু দিনের।

বুমেরাং ছবি নিয়ে কথা বলতে গিয়ে রুক্মিণী জানিয়ে ছিলেন, এই প্রথম দর্শকরা বাংলা সেলুলয়েডে সুপারবাইক দেখতে যাচ্ছেন। এটি এমনই একটি সিনেমা সেট, যা আমার এত দিনের অভিজ্ঞতায় দেখা সবচেয়ে দুর্দান্ত জিনিস। এছাড়াও, এটি যা দেখা যায় তার চেয়ে অনেক বেশি, বুমেরাং রিলিজ হলে দর্শকরা অবশ্যই তা প্রত্যক্ষ করবেন।

এই প্রথম জিৎ রুক্মিণী জুটি প্রথমবাদ পর্দায় একসঙ্গে নজর কাড়বেন। তৈরি হবে এই নয়া কেমিস্ট্রি। একেবারে অন্য ধাঁচে গড়া এই ছবির কাজ শেষ হয়েছে আগেই। জানা গিয়েছে, ভোটের ফলপ্রকাশের পরেই রিলিজ করতে চলেছে বুমেরাং। আগামী 7 জুন রিলিজ করবে সুপারস্টার জিৎ এবং রুক্মিণী অভিনীত ‘বুমেরাং’। জিৎ রুক্মিণী ছাড়াও এই ছবিতে অন্যান্য ভূমিকায় নজর কাড়বেন সৌরভ দাস, দেবচন্দ্রিমা সিংহ রায়, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত সহ আরও অনেকেই।

Advertisements
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jeet (@jeet30)