নতুন রূপে টেলভিশনের পর্দায় আসছেন জিৎ

কলকাতা: আরও একবার টেলি-পর্দায় দেখা মিললবে অভিনেতা জিৎ-এর। তবে এবাং জি-বাংলায় নয়! টলিপাড়ার জোর গুঞ্জন স্টার জলসার নন ফিকশন শো-তে ফের দেখা যাবে নায়কে। ফিকশন…

jeet

short-samachar

কলকাতা: আরও একবার টেলি-পর্দায় দেখা মিললবে অভিনেতা জিৎ-এর। তবে এবাং জি-বাংলায় নয়! টলিপাড়ার জোর গুঞ্জন স্টার জলসার নন ফিকশন শো-তে ফের দেখা যাবে নায়কে। ফিকশন ও নন-ফিকশন শো উভয় ক্ষেত্রেই টেলিপ্রেমীদের নতুন কনটেন্ট উপহার দিতে চাইছে সবাই।

   

শোনা যাচ্ছে নতুন এই ট্রেন্ড বজিয়ে রেখে, জিৎ এবার যে নন-ফিকশন শো-টি করতে চলেছেন সেটি রোম্যান্স কেন্দ্রিক এবং সম্পূর্ণ অন্য ধরনের। কিছু দিন আগেই জ়ি বাংলায় ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারক হিসেবে মঞ্চ আলো করেছিলেন তিনি। সেই রিয়্যালিটি শো শেষ হয়ে গিয়েছে বেশ কিছু দিন আগেই।

মারণভাইরাসের দাপটে সিনেমা ইন্ডাস্ট্রি কার্যত বিপর্যস্ত। উল্টো দিকে অতিমারির ফলে ছোট পর্দার জৌলুস এখন দিনে দিনে বাড়ছে। তাছাড়া ইদানীং বড়পর্দায় ছবিমুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, সেখানে ছোট পর্দায় রয়েছে বিরাট সংখ্যক দর্শকের উপস্থিতি। একজন তারকার কাছে দর্শকের কাছে পৌঁছনোই সবচেয়ে বেশি গুরুত্ব রাখে। যেকারণে জিৎ, দেব বা আবীর চট্টোপাধ্যায়ের মতো তারকাদের ছোট পর্দায় উপস্থিতি।

উল্লেখ্য, জিতের সিনেমা হলে মুক্তি পাওয়া শেষ ছবি ‘বাজ়ি’। আগামী সিনেমা ‘রাবণ’ মুক্তি পাবে এ বছর ইদে।