Jaya Ahsan: দুর্গা পূজার আনন্দে জয়া আহসান শিউরে উঠলেন কেন?

বাংলাদেশী অভিনেত্রী জয়া আহসানের পুজোর ছবি ‘দশম অবতার’- মুক্তির জন্যে প্রস্তুত। সৃজিত মুখার্জি পরিচালিত এই সিনেমা দেখার জন্য ভক্তদের উৎসাহ চরমে। শুভেচ্ছা এসেছে বলিউড থেকেও। তবে এর মধ্যেও অভিনেত্রী জয়ার মনটা খুব খারাপ, তেমনটাই জানা গেল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে।

জয়া আহসান তার ফেসবুকে একটি পোস্ট করেছেন। যেখানে লিখেছেন, ‘পৃথিবীজুড়ে নানা খারাপের খবর। মনটা খুবই খারাপ হয়ে থাকে। কিন্তু এর মধ্যেও একটা খবর শুনে একদম শিউড়ে উঠলাম।’

   

অভিনেত্রী সম্প্রতি হত্যার শিকার ইরানের পরিচালক দারিউশ মেহরজুইকে নিয়ে বললেন, ‘ কে বা কারা ইরানের পরিচালক মেহরজুইকে ছুরি দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। তাকে একা নয়, একইভাবে হত্যা করেছে তার স্ত্রীকেও।’

দু:খ প্রকাশ করে তিনি আরও জানালেন, ‘এত অপূর্ব সব সিনেমা বানিয়ে ইরানকে যিনি পৃথিবীর সামনে গর্বের সঙ্গে তুলে ধরলেন, কে তাকে এভাবে হত্যা করতে পারল? এমন একজন মানুষেরও কি এমন নিষ্ঠুর শত্রু থাকতে পারে? মৃত্যুর সময়েও নিশ্চয় দারিউশ মেহরজুই অবাক হয়ে সে কথাই ভাবছিলেন!’পরিচালককে নিয়ে অভিনেত্রী শেষে বলেন, ‘যেই তাকে হত্যা করুক, আমাদের বুকের গভীরে তার মৃত্যু নেই।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন