‘কড়ক সিং’ এর পর আবার অনিরুদ্ধ রায় চৌধুরীর ছবিতে জয়া আহসান, সঙ্গী ধৃতিমান

এই নিয়ে নটি ছবি করে ফেললেন পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী (Aniruddha Roy Chowdhury)। ‘ডিয়ার মা’ (Dear Maa) নামক এই ছবিতে রয়েছে চিরন্তন ভালোবাসার বন্ধন। এই…

jaya ashan

এই নিয়ে নটি ছবি করে ফেললেন পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী (Aniruddha Roy Chowdhury)। ‘ডিয়ার মা’ (Dear Maa) নামক এই ছবিতে রয়েছে চিরন্তন ভালোবাসার বন্ধন। এই চলচ্চিত্রের শুটিং চলছে কলকাতায় (Kolkata)। চেনা মেজাজে নিজের বন্ধুদের ডেকে নিয়ে শুটিং করছেন পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী।

Advertisements

নতুন ছবিতে নতুন ফর্মুলায় সম্পর্কের গল্প সাজাচ্ছেন পরিচালক । সঙ্গে থাকছে রহস্যের মশলাও। এই ছবিতেও রয়েছেন জয়া আহসান (Jaya Ahsan)। এটি পরিচালকের সঙ্গে তার দ্বিতীয় কাজ। খাদ্যরসিক পরিচালকের সঙ্গে আড্ডার মেজাজেই কলকাতায় শুটিং সারছেন তারকারা। সিনেমাটোগ্রাফির দায়িত্বে থাকছেন অভিক মুখোপাধ্যায় (Avik Mukhopadhyay)। ‘কড়ক সিং’ (Kadak Singh)এর পর আবারও পরিচালক এর সঙ্গে কাজ করতে চলেছেন জয়া। শুটিং এর অভিজ্ঞতা বলতে গিয়ে জয়া জানান, ” ‘কড়ক সিং’ ছিল একটি হিন্দি প্রজেক্ট। ওই ছবিতে টোনিদার সঙ্গে সেই ভাবে কাজ করা হয়নি, তাছাড়া এই ছবিটি বাংলায় এবং এতে আমার চরিত্রের ব্যাপ্তিও বেশি। কাজ করতে খুব ভালো লাগছে। কাজ করা কালীন চরিত্রের নতুন দিক ও আবিষ্কার করতে পাচ্ছি আমি। টোনিদার কাজ অনেকটা আলাদা উনি সুক্ষভাবে করায় বিশ্বাসী , সেই ভাবেই আমরা সবাই চেষ্টা করছি। “

Advertisements

এই ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায় (Dhritiman Chatterjee)। তিনি জানান, “একটি মেয়ে হারিয়ে যাওয়াকে কেন্দ্রে করে শুরু হয় গল্প। গল্পে মজা রয়েছে, উত্তেজনা রয়েছে তবে এটি মূলত একটি সিরিয়াস গল্প। ” পরিচালক সম্বন্ধে ধৃতিমান বলেন, “আমি ওনার সঙ্গে আগে ‘পিঙ্ক’ ছবিতে কাজ করেছি, উনি সবাইকে নিয়ে ভালো ভাবে কাজ করতে পারেন। কারুর কোনও দৃশ্য বা সংলাপ নিয়ে বক্তব্য থাকলে সেটার গুরুত্ব দেন তিনি । “

এই ছবি দিয়ে দীর্ঘদিন বাদে চলচ্চিত্রে ফিরলেন সায়ন মুন্সী। তামিল-মালায়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়ার সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন তিনি। পদ্মপ্রিয়া এর আগে ‘অপরাজিত তুমি’তে অনিরুদ্ধের সঙ্গে কাজ করেছেন। শুটিং ছাড়া জমিয়ে খাওয়া দাওয়া নিয়েও কথা বললেন তারা। পদ্মপ্রিয়া বলেন, “এটা একটা নাটকীয় থ্রিলার। সায়ন এখানে সাগর এর চরিত্রে অভিনয় করছে। সাগর ছবিতে আমার পার্টনার। জটিল সম্পর্ক নিয়ে এই ছবির গল্প।” খাওয়া দাওয়া প্রসঙ্গে পদ্মপ্রিয়া বলেন, “বাস্তবজীবনে আমি নিরামিষাশী তবে এখানে এসে সবরকম রাস্তার খাবার আমি খেয়েছি, বিশেষ করে ডিমের তরকারি গুলো।” সায়ন যোগ করেন বলেন, “পদ্মপ্রিয়া সব আলুর তরকারি ও খেয়েছে।”

পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী জানান, “এটি মূলত একটি মা মেয়েকে কেন্দ্র করে গল্প। অনেকদিন পর বাংলা ছবি করবো বলেই এসেছি । সবাই খুব কঠিন পরিশ্রম করছেন, ধৃতিমানদা, আমার বন্ধু পদ্মাপ্রিয়া, সায়ন, সব বন্ধুরা মিলে একসঙ্গে কাজ করছি। এখানে জয়া একটি কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন।পুরো ইউনিট পরিবারের মতো হয়ে গেছে।” এছাড়াও পরিচালক জানিয়েছেন যে ছবিতে রয়েছেন শাস্বত চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, সোনালী চৌধুরী এবং দুজন শিশু শিল্পী।কলকাতা ছাড়াও বাইরে একটা সমুদ্র সৈকতে শুটিং এর পরিকল্পনা রয়েছে অনিরুদ্ধের। সম্পর্ক ও রহস্যের গন্ধে মোড়া এই গল্পের বিস্তারিত জানতে ছবি মুক্তির অপেক্ষায় সিনেপ্রেমীরা।