Jawan: প্রথম ভারতীয় ছবি হিসেবে জওয়ান বিশ্বের বক্স অফিসে ১১০০ কোটির ঘরে

বক্সঅফিসে জওয়ান ঝড় অব্যাহত। ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল শাহরুখ খানের চলতি বছরের দ্বিতীয় ছবি। আজ ৭ অক্টোবর,ঠিক ১ মাস হল ছবি মুক্তির এবং কোটি কোটি টাকা ঘরে তুলেছে এই ছবি, একাধিক রেকর্ড গড়েছে। বিশ্বের বক্স অফিসে ১১০০ কোটি টাকার ব্যবসা করে ইতিহাস তৈরী ফেলেছে অ্যাটলি পরিচালিত এই ছবি।

Advertisements

এই প্রথম কোনও ভারতীয় ছবি বিশ্বের বক্স অফিসে ১১০০ কোটি টাকার গণ্ডি পার করল। ছবিটি মোট ১১০৩.২৭ কোটি টাকার ব্যবসা করেছে। এছাড়া দেশের বক্স অফিসে এই ছবি ৭৩৩.৩৭ কোটি টাকা আয় করেছে। অর্থাৎ বিদেশে ৩৬৯.৯০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি, এক মাসে।

শুরুর দিন থেকেই একের পর এক রেকর্ড ভেঙেছে, নতুন রেকর্ড গড়েছে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’। আপাতত বক্স অফিসের গতি কমার কোনও চিহ্ন পাওয়া যাচ্ছে না এই ছবির।এছাড়া ভারতেও দুর্দান্ত ব্যবসা করে চলেছে ছবিটি।

Advertisements

দেশে ছবির হিন্দি সংস্করণ একাই ৫৬০.০৩ কোটি টাকার ব্যবসা করেছে অর্থাৎ খুব শীঘ্রই এই ছবি ৬০০ কোটির ঘরে প্রবেশ করবে। অন্যান্য ভাষা থেকে এই ছবি ৫৯.৮৯ কোটি টাকা আয় করেছে। বিশ্বজুড়ে এই ছবি হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পেয়েছে ৭ সেপ্টেম্বর।

অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’, গৌরী খান ও গৌরব খন্না প্রযোজিত, ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’ নিবেদিত ছবি। ‘জওয়ান’ ছবির এই বিপুল আয়ের কথা ‘রেড চিলিজ’-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে একটি পোস্ট করে একথা জানানো হয়েছে।