Viral: রিহানার সাথে ‘জিঙ্গাত’-এ অসাধারণ নাচ করলেন জাহ্নবী কাপুর, ভিডিও দেখুন

Viral

Viral: বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রিহানার সাথে একটি ভিডিও শেয়ার করেছেন। পপ গায়ক অনন্ত আম্বানি এবং রাধিকা বণিকের প্রি-ওয়েডিং পার্টিতে পারফর্ম করেছিলেন, যেখানে পুরো বলিউড উপস্থিত ছিল। জাহ্নবীর ভিডিওতে, রিহানাকে ‘ধড়ক’ ছবির ‘জিঙ্গাত’ গানে তার সাথে নাচতে দেখা যায়। যা নিয়ে মানুষ প্রতিক্রিয়া ব্যক্ত করছে।

Advertisements

রিহানা এবং জাহ্নবীকে অতিথিদের মধ্যে একসঙ্গে নাচতে দেখা গিয়েছে। এই জুটি একসাথে নেচে নাচের মেঝেতে আগুন লাগিয়ে দিতে দেখা গিয়েছে। যেখানে রিহানা তার স্টাইলে নেচেছেন। জাহ্নবীকেও তার সঙ্গে তাল মেলাতে দেখা গেছে। জাহ্নবী কাপুরও তার ইনস্টাগ্রাম স্টোরিতে পপ তারকার সাথে একটি ছবি পোস্ট করেছেন এবং তাঁর প্রশংসা করেছেন।

   

ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে নায়িকা ক্যাপশনে লিখেছেন, ‘এই মহিলা একজন দেবী। কিভাবে বিদায় জানাবেন।’ এই ভিডিও দেখার পর ভক্তরাও আনন্দে লাফিয়ে উঠছেন। কেউ কেউ তাঁদের বোন বলেও ডাকছে। একজন লিখেছেন, ‘জাহ্নবী কাপুর রিহানাকে জিঙ্গাতে নাচ শেখাচ্ছেন। এই মুহূর্তটি আইকনিক। একজন বলল, ‘এই মুহূর্তটিকে পাগল করে তুলবে।’

রিহানা এই প্রথমবার ভারতে পারফর্ম করেছেন। আম্বানি পরিবার তাঁকে বিশেষ আমন্ত্রণ পাঠিয়েছিল। যেটিতে তিনি অংশ নিয়েছিলেন। কিছু মিডিয়া রিপোর্টে এটাও দাবি করা হয়েছে যে রিহানাকে তাঁর ডান্সের জন্য 52 কোটি টাকা দেওয়া হয়েছে। পপ তারকা অনুষ্ঠানের একদিন আগেই ক্রুদের সাথে ভারতে এসেছিলেন এবং সঙ্গে প্রচুর লাগেজও নিয়ে এসেছিলেন। অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং ককটেল পার্টিতে তাঁর গানে নাচতে দেখা গিয়েছে গোটা বলিউডকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements