HomeEntertainmentIraq: বাগদাদির সহকারী ISIS জঙ্গি নেতা ধৃত, ফাঁসি দিতে পারে ইরাক সরকার

Iraq: বাগদাদির সহকারী ISIS জঙ্গি নেতা ধৃত, ফাঁসি দিতে পারে ইরাক সরকার

- Advertisement -

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা সামি জসিম আল জাবুরিকে (Sami Jasim al Jaburi) গ্রেফতার করেছে ইরাক সরকার। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল খাদেমি জানিয়েছেন একথা।

ইরাকের প্রধানমন্ত্রী বলেন, সীমান্তবর্তী এলাকা থেকে জাবুরিকে গ্রেফতার করেছে ইরাকের গোয়েন্দা বিভাগ। কোন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তা স্পষ্ট করেননি খাদেমি।

   

আইএসের প্রতিষ্ঠাতা আবু বকর আল বাগদাদির এক সময়ের প্রধান সহকারী জাবুরি বর্তমানে জঙ্গি সংগঠনটির আর্থিক বিষয়ের প্রধান। সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, ২০১৯ সালের ২৬ অক্টোবর সিরিয়ায় এক আমেরিকান সেনা অভিযানে মারা যায় বাগদাদি। তারপর থেকে জঙ্গি সংগঠনটির শীর্ষ পদে আছে জাবুরি।

মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের দখল করা অঞ্চলে তেল, গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদ উত্তোলন ও বিক্রির বিষয় তদারক করার দায়িত্ব জাবুরির উপরে। মনে করা হচ্ছে জাবুরি ধরা পড়ায় আইএস জঙ্গিদের অর্থনৈতিক দিকটি ভেঙে ফেলা যাবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular