Isha Saha : ‘আমি লিভ ইন’-এ বিশ্বাসী’ : ইশা

isha-saha-belive-in-live-in

রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও ‘লিভ ইন’-বিশ্বাসী ইশা সাহা (Isha Saha)। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘আমি আইন পড়েছি, আর এত বিবাহবিচ্ছেদ দেখেছি, সেটা ভাবলে মনে হয় আমি ‘লিভ ইন’-এই বিশ্বাসী।’

Advertisements

একই সঙ্গে তিনি জানান, ”বিয়ে মানে তো একটা কাগজে সই করা। সেই সইটা করলে আমি বিবাহিত আর না করলে নই। আমার কাছে বিয়ে আর লিভ ইন-এর মধ্যে সত্যিই খুব একটা পার্থক্য নেই। আমি লিভ ইন করলে বিয়ে করব আর নাহলে কোনোটাই করব না।’ সম্পর্কে তিনি অভিনেত্রীর সাফ কথা, ‘যেখানে বিশ্বাসের সম্পর্ক নেই, সেখানে থাকার কোনও মানেই হয় না। সেটা যদি ভেঙে যায়.. ঠিক আছে।’

   

প্রি-ওয়েডিং শ্যুটের মতো সম্পর্কের নতুন ট্রান্ড ‘লিভইন’। যার বাংলা অর্থ করলে দাঁড়ায় ‘সহবাস’। সাতপাকে বাঁধা পরার আগে সম্পর্কের বাঁধনকে ঝালিয়ে দেখতে একে-ওপরের সঙ্গে এক ছাদের তলায় বসবাস। এই নিয়েই অঞ্জন কাঞ্জিলাল এর নতুন ছবি ‘সহবাসে’। আধুনিক জগতের ছোঁয়া লাগা এই গল্পের নাম, ‘সহবাসে’। যেখানে অভিনয় করছেন ইশা সাহা।

‘সহবাসে’ এক মিষ্টি জুটির গল্প বলবে, যারা বাড়িতে না জানিয়েই একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। বিয়ে না করেই একসঙ্গে থাকা, একে অপরের দায়িত্ব নেওয়া, রান্না, খাওয়া খুনসুটি.. সব মিলিয়ে দিব্যি চলছিল গল্পের নীল আর টুসির গল্প। কিন্তু হঠাৎ ঠিক হয় হায়দরাবাদে যেতে হবে নীলকে। বাড়িতে একা টুসি আর হায়দরাবাদে নীল, পরিস্থিতিই কী দুজনের মধ্যে দূরত্ব তৈরি করে দেবে? নাকি পরিবারের হস্তক্ষেপে মিলে যাবে নীল আর টুসির গল্পটা? উত্তর লুকিয়ে বড়পর্দায়।

Advertisements

২০১৯ সালেই এই ছবির শ্যুটিং সারা হয়ে গিয়েছিল এক ছবির। তারপরে লকডাউনের কারণে পিছিয়ে যায় ছবির মুক্তি। অবশেষে ২২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইশা সাহা ও অনুভব কাঞ্জিলাল অভিনীত ছবি। ইশা ও অনুভব ছাড়াও এই ছবিতে রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষ।