Indian Idol 14: অঝোরে কাঁদছেন শ্রেয়া! বড়দিনে কী হল গায়িকার?

Indian Idol 14: বিচারকের আসনে বসে হাউ হাউ করে কেঁদে উঠলেন শ্রেয়া ঘোষাল। বড়দিনের শুভ দিনে কি এমন হল গায়িকার সঙ্গে, যে এভাবে অঝোরে কেঁদে…

Indian Idol 14

Indian Idol 14: বিচারকের আসনে বসে হাউ হাউ করে কেঁদে উঠলেন শ্রেয়া ঘোষাল। বড়দিনের শুভ দিনে কি এমন হল গায়িকার সঙ্গে, যে এভাবে অঝোরে কেঁদে চলেছেন তিনি। কী হয়েছে? পাশে বসে কাঁদছেন গায়িকার সহ বিচারক বিশাল দাদলানি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক প্রমোতেই ধরা পড়েছে সবটা। যা দেখে রীতিমত চিন্তায় ফ্যানেরা। কন্ঠে যাঁর স্বয়ং স্বরস্বতীর বাস। রূপ যাঁর লক্ষ্মীর মতো। তাঁর চোখে কেন কান্না। তাও আবার Indian Idol 14-র মতো এত বড় মঞ্চে?

আসলে সম্প্রতি, এক প্রতিযোগী ‘ইন্ডিয়ান আইডল 14’-এ এসেছিলেন যিনি নিজের চোখে দেখতে পান না। কিন্তু ওই প্রতিযোগীর এমন অপূর্ব কণ্ঠস্বর। তাঁর গানের প্রতিটি সুর ও তাল এতটাই সুমধুর। যে মঞ্চে বসে থাকা সব বিচারকেরাই আবেগপ্রবণ হয়ে পড়েন। এবং চোখে জল এসে যায়। আর ওই বিচারকদের মধ্যেই ছিলেন শ্রেয়া ঘোষাল ও বিশাল দাদলানি। নির্মাতাদের প্রকাশ করা নতুন পর্বের প্রোমো থেকে এমনটাই সামনে এসেছে (Indian Idol 14)।

প্রমোতে দেখা গিয়েছে, ওই প্রতিযোগীর নাম মানেকা। তাঁকে মঞ্চে লতা মঙ্গেশকরের গাওয়া ‘ও পলান হরে’ এবং শ্রেয়ার গাওয়া ‘মোহে রং দো লাল’-এর মতো গান গাইতে দেখা যায়। মানেকার খুব মিষ্টি এবং সুরেলা কণ্ঠ শুনে কুমার সানু, শ্রেয়া ঘোষাল এবং বিশাল দাদলানি অবাক হয়ে যান। মানেকার গান শুনতে শুনতে কোনরকমে নিজের চোখের জল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন শ্রেয়া। কিন্তু সফল হননি। তারপর মুখ লুকিয়ে কাঁদতে থাকেন তিনি। পরে আবার শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি এবং কুমার সানুও মঞ্চে গিয়ে মানেকার সঙ্গে গান করেন।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Sony Entertainment Television (@sonytvofficial)