রাতারাতি বাড়ান হল সলমন খানের নিরাপত্তা! কিন্তু কেন?

Salman Khan

সম্প্রতি পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার খুন হয়। সেই খুনের দায় স্বীকার করেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল। এরপরই নিরাপত্তা বাড়ানো হল সলমন খানের (Salman Khan)।

Advertisements

২০১৮ সালে ভাইজানকে খুনের হুমকি দিয়েছিল লরেন্স। সেই কারণেই কোনও রকম ঝুঁকি নিতে চাইল না থাকায় পুলিশ। পঞ্জাবি গায়কের খুনের পর হরিয়ানার স্পেশাল টাস্ক ফোর্সের কাছ থেকে লরেন্সের বিষয়টি জানার পরেই নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ।

   

পুলিশের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে সলমন নিজের বাড়িতে নেই। এদিকে কানাডার মবস্টার গোল্ডি ব্রার এই খুনের দায় নিয়েছে বলেই জানা যাচ্ছে। গোল্ডি লরেন্সের খুবই ঘনিষ্ঠ। আর তাই সেদিকে লক্ষ্য রেখেই ইতিমধ্যেই তারকার বাড়ির বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, ২০১৮ সালে লরেন্স বিষ্ণোই বলেছিল, আমি করলে তো জানাজানি হয়েই যাবে। সলমনকে যোধপুরেই মারব। এখনও তো আমি কিছু করিইনি। অকারণেই আমাকে জড়ানো হচ্ছে।

Advertisements

আর এরপরই ছড়িয়ে পড়ে আতঙ্ক রাতারাতি মুম্বাই পুলিশ বাড়িয়ে দেয় সলমন খানের নিরাপত্তা। আজ সিধুর শেষ কৃত্যের কাজ হয়। তাঁর নিজের গ্রামে হওয়া শেষকৃত্যের সাক্ষী হতে জমায়েত হয় হাজার হাজার মানুষের। গত রবিবার তাঁকে গুলিতে ঝাঁজরা করে হত্যা করে আততায়ীরা।