Saturday, December 6, 2025
HomeEntertainment'পুষ্পা 2': 'লাল চন্দন' পরিচালকের বাড়িতে আয়কর হানা

‘পুষ্পা 2’: ‘লাল চন্দন’ পরিচালকের বাড়িতে আয়কর হানা

- Advertisement -

‘পুষ্পা 2’ পরিচালক সুকুমারের (Sukumar) বাড়ি এবং অফিসে ২২ জানুয়ারি, বুধবার আয়কর বিভাগের আধিকারিকরা হানা দিয়েছেন। এই অভিযানটি ভোরে শুরু হয় এবং কয়েক ঘণ্টা ধরে চলে। জানা গেছে যখন এই অভিযান শুরু হয়, তখন সুকুমার হায়দরাবাদ বিমানবন্দরে ছিলেন। আয়কর কর্মকর্তারা বিমানবন্দরে সুকুমারকে আটক করে তার বাড়িতে নিয়ে আসেন, এরপরও অভিযান চলতে থাকে।

Advertisements

পুষ্প 2: দ্য রুল ছবির পরিচালক সুকুমারের বাড়িতে আয়কর কর্মকর্তারা অনেক গুরুত্বপূর্ণ নথি এবং প্রমাণ সংগ্রহ করছেন। তবে অভিযানের প্রকৃতি এবং এর ফলে কী তথ্য বেরিয়ে এসেছে, সে সম্পর্কে এখনও কোনও স্পষ্ট বিবৃতি দেয়নি কর্তৃপক্ষ। আয়কর দফতরের পক্ষ থেকেও কোন অফিসিয়াল মন্তব্য আসেনি। চলচ্চিত্র নির্মাতার পক্ষ থেকেও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। 

   

পরিচালক সুকুমার বর্তমানে সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘পুষ্প 2: দ্য রুল’ এর সাফল্য উপভোগ করছেন। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্না। বক্স অফিসে ১৫০০ কোটিরও বেশি আয় করেছে ‘পুষ্পা ২’। এখনও ছবিটি বক্স-অফিসে দাপট বজায় রেখেছে।

প্রসঙ্গত, ২১ জানুয়ারি, অর্থাৎ মঙ্গলবার, দক্ষিণের প্রযোজক দিল রাজুর বাড়িতেও আয়কর অভিযান চালানো হয়। আয়কর দফতর মনে করছে, দিল রাজু সম্ভবত কর ফাঁকির সঙ্গে জড়িত। কর্মকর্তারা তার আর্থিক কাগজপত্র পর্যালোচনা করছেন। এই পদক্ষেপটি বিশেষভাবে বেহিসাবি আয়ের তদন্তের অংশ হিসেবে নেওয়া হয়েছে।

দিল রাজুর আসল নাম ভেলমাকুচা ভেঙ্কটা রমনা রেড্ডি। তিনি তেলুগু সিনেমা জগতের একজন পরিচিত প্রযোজক। তিনি প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনের মালিক। সম্প্রতি তার প্রযোজনায় মুক্তি পেয়েছে রাম চরণের গেম চেঞ্জার। দিল রাজু দুইটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন। ২০১৩ সালে নাগি রেড্ডি-চক্রপানি জাতীয় পুরস্কারে সম্মানিত হন।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular