Soumitrisha Kundu ‘বাস্তবে সিদ্ধার্থ একদমই কেয়ারিং নয়’ মিঠাই

Soumitrisha Kundu

মিঠাই কখন কোথায় যাচ্ছে? কি খাচ্ছে? কার সঙ্গে কথা বলছে? সব সময় বউয়ের কেয়ার করে চলেছে উচ্ছেবাবু। কিন্তু সেসব ক্যামেরার সামনের কথা। মিঠাইয়ের ( Soumitrisha Kundu ) অভিযোগ, ‘অফ ক্যামেরা একদমই কেয়ারিং নয় সিদ্ধার্থ’। বরং সবসময় মিঠাইয়ের লেগ পুলিং করতে ব্যস্ত সে। আর লেগ-পুলিংয়ের মাত্রা এখন এতটাই বেড়ে গিয়েছে যে তা অনস্ত্রিনেও চলছে। সৌমিতৃষা জানায়, ‘ যখন সিরিয়ালে উচ্ছেবাবু মিঠাইকে নকল করে। তারমধ্যে অনেক কিছু সে নিজে থেকে বানিয়ে বলে থাকে। স্ক্রিপ্টে লেখা থাকে না। তাই এমন সিনের পর সিদ্ধের্থের স্ক্রিপ্ট মিলিয়ে দেখে সে।’

Advertisements

বসছে মিকা সিংয়ের স্বয়ম্বর, পাত্রীর তালিকায় রাখি সাওয়ান্ত!

দু’দিন আগেই মোদক ফ্যামিলির সবাই জমিয়ে পালন করলেন সৌমিতৃষার জন্মদিন। রুফ টপ রেস্তোরাঁর ছাদ সেজে উঠেছিল লাল-সাদা বেলুনে। তার মাঝে লাল শাড়ি পরে একেরপর এক কেক কেটে চলেছে মিঠাই রানি। ব্যাকগ্রাউন্ডে ‘হ্যাপি বার্থ ডে গুবলু’ বলে গান গাইছেন আদৃত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মিঠাইয়ের জন্মদিনের একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে, কেক কেটে প্রথম ভাগটা আদৃতের মুখেই তুলে দিচ্ছে সৌমিতৃষা (Soumitrisha Kundu) ।

ওস্তাদজিকে ভালবাসে পিলু ডাকে দৈব, এর পেছনে রয়েছে মজার কারন

Advertisements

Soumitrisha Kundu

রিল লাইফে প্রেমের নামে দশ হাত দূরে পালায় ‘মিঠাই’-এর উচ্ছেবাবু। তব বাস্তবে ‘দিদিয়া’র সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সে। টেলিপাড়ার জোর গুঞ্জন, চুটিয়ে প্রেম করছেন আদৃত (Adrit Roy) ও কৌশাম্বী চক্রবর্তী। সূত্রের খবর, বেশ কয়েক মাস ধরে তাঁরা প্রেম করছেন।