গত ২৪ ঘণ্টায় আফগান সেনা অভিযানে খতম ২৬৯ তালিবান জঙ্গি

নিউড ডেস্ক: আফগানিস্তানের ১৩টি প্রদেশে সেনাবাহিনীর অভিযানে কমপক্ষে ২৬৯ তালিবান জঙ্গি নিহত হয়েছে৷ এই খবর দিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক। মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা…

269 Taliban militants killed in Afghanistan

নিউড ডেস্ক: আফগানিস্তানের ১৩টি প্রদেশে সেনাবাহিনীর অভিযানে কমপক্ষে ২৬৯ তালিবান জঙ্গি নিহত হয়েছে৷ এই খবর দিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক।

মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের লাগমান, নানগারহার, নুরিস্তান, কুনার, গজনি, পাকতিয়া, কান্দাহার, হেরাত, বাল্‌খ, জুযজান, হেলমান্দ, কুন্দুজ ও কাপিসা প্রদেশে এসব অভিযান চালান হয়।

   

এই অভিযানে ১৭৬ তালিবানি আহত হয়েছে। এ সময় সেনাবাহিনী তালিবানের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। তবে আফগান প্রতিরক্ষা মন্ত্রকের এই পরিসংখ্যান প্রত্যাখ্যান করেছে তালিবান।

এদিকে আফগানিস্তানের শতকরা ৯০ ভাগ সীমান্তের ওপর নিয়ন্ত্রণ গ্রহণ করার যে দাবি তালিবান করেছে, তা প্রত্যাখ্যান করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রক। ওই মন্ত্রকের মুখপাত্র ফুয়াদ আমান বলেছেন, আফগান সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকার পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে এবং হাতছাড়া হয়ে যাওয়া জেলাগুলো তালিবানের কাছ থেকে একের পর এক পুনরুদ্ধার করা হচ্ছে।

আফগানিস্তানের হেরাত প্রদেশ থেকে পাওয়া অন্য এক খবরে জানা গিয়েছে, সেখানকার কারাখ জেলায় তালিবানের একটি বড় ধরনে অভিযান প্রতিহত করেছে সেনাবাহিনী। শুক্রবার জেলাটি তালিবানের হাত থেকে পুনরুদ্ধার করেছে আফগানিস্তানের সরকারি সৈন্যরা।