কলকাতা: তাঁর কন্ঠের জাদুতে মুগ্ধ আট থেকে আশি৷ ইতিমধ্যেই জাতীয় পুরস্কার ঝুলিতে পুড়েছেন গায়িকা৷ এবার তাঁর হাতে ধরে অস্কারের দৌড়ে সামিল হল বাঙলা গান৷ আপামর বাঙালির মু উজ্জ্বল করলেন ইমন চক্রবর্তী৷ (iman chakraborty oscar nomination)
বিশ্ব মঞ্চে পৌঁছল কোন গান? iman chakraborty oscar nomination
২০২৫ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড৷ চলছে শেষ মুহূর্তে ঝাড়াই-বাছাই-এর কাজ৷ সারা বিশ্ব থেকে প্রায় ৮৯টি গান ও ১৪৬টি আবহসঙ্গীতকে তালিকায় রাখা হয়েছে। সেখানেই জায়গা করে নিয়েছে ইমনের গাওয়া একটি গান। সেই সঙ্গে এই প্রথম অস্কারের দৌড়ে শামিল হলেন এক বাঙালি গায়িকা। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পুতুল’-এ তাঁর গাওয়া ‘ইতি মা’ গানটিই স্থান করে নিয়েছে ওই তালিকায়। তবে পুরস্কার দেওয়ার আগে চলবে চুল চেরা বিশ্লেষণ৷ প্রতিযোগীরাও কম দাপুটে নয়৷ লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকাদের টক্কর দিয়ে অস্কারের পুরস্কার জিততে হবে ইমনকে।
‘পুতুল’-এর গান ‘ইতি মা’ iman chakraborty oscar nomination
কান ফেস্টিভ্যালে জায়গা করে নেওয়া ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের ছবি ‘পুতুল’-এর গান ‘ইতি মা’৷ চলতি বছর শিশু দিবসেই মুক্তি পাওয়া গানটি যে বিশ্ব দরবারে সাড়া ফেলবে তা, ভারবে পারেননি খোদ এই গানের শিল্পী ইমন চক্রবর্তী৷ মঙ্গলবার হঠাৎ করেই এল খবর৷ অন্যান্য দিনের মতো সকাল থেকেই ব্যস্ত ছিলেন গায়িকা। রিয়্যালিটি শো সারেগামাপা-র বিচারক পদে রয়েছেন ইমন৷ সকাল থেকই শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন তিনি৷ তারই মাঝে অস্কার নমিনেশনের খবর পেয়ে হতবাক খোদ ইমন৷ রিয়্যালিটি শো-এর সতীর্থদের সঙ্গে খবর ভাগ করে নেওয়ার পর ফোন করেন স্বামী নীলাঞ্চনকে৷ এই খবরের ঘোর কাটিয়ে বেশ কিছু সময় লেগে যায় গায়িকার৷
Entertainment: Emon Chakraborty’s song “Iti Maa” from Indira Dhar Mukherjee’s film “Putul” enters the Oscar race. This is the first time a Bengali singer has made it to the list. The 2025 Academy Awards will feature 89 songs and 146 scores globally.