Ileana D’Cruz: বেবি বাম্পের সঙ্গে লাল ড্রেসে ইলিয়ানার বোল্ড লুক

এখন বলিউডের অন্যতম চর্চার কেন্দ্র ইলিয়ানা ডিক্রুজ (Ileana D’Cruz)। বিয়ের আগেই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে চাপানউতোর বর্তায়মান। প্রতিনিয়ত তিনি তার মা হওয়ার আগের অনুভূতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে।

Ileana D'Cruz Looks

এখন বলিউডের অন্যতম চর্চার কেন্দ্র ইলিয়ানা ডিক্রুজ (Ileana D’Cruz)। বিয়ের আগেই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে চাপানউতোর বর্তায়মান। প্রতিনিয়ত তিনি তার মা হওয়ার আগের অনুভূতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে।

Advertisements

সম্প্রতি ইলিয়ানা তার বেবি বাম্প সহ ইনস্টাগ্রামে একটি মিরর সেলফি পোস্ট করেছেন। লাল রঙের বোল্ড ড্রেসে তার সৌন্দর্যতা যেন আরো বেড়ে গিয়েছে। তিনি তরমুজের ইমোজির সঙ্গে ক্যাপশনে লিখেছেন ” আমার ছোট”। মা হওয়ার আগের প্রত্যেকটি অনুভূতি যেন তিনি অনুভব করতে চান।

বিজ্ঞাপন

Ileana D'Cruz Looks

মা হওয়ার আগে ইলিয়ানার সৌন্দর্য যেন দিন দিন বেড়েই চলেছে। তিনি ফটোটি শেয়ার করা মাত্রই তার অনুগামীদের কাছে অনেক ভালোবাসা পেয়েছেন। নিমেষেই সেই তা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

এপ্রিল মাসে মা হওয়ার খবর ঘোষণা করতেই তাকে নিয়ে শুরু হয়েছিল বিভিন্ন তর্জা। তবে তিনি কোনও কথাতে কান না দিয়ে পোস্টের মাধ্যমে নিয়মিত তার মাতৃত্বের সাধ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। সম্প্রতি তার প্রেমিকের সঙ্গে ডিনার ডেটের ছবি সামনে আসতেই তা নেট দুনিয়ায় ভাইরাল।